ফুটেজে দেখা গেছে, আলমাটির ব্যস্ত রাস্তায় উটপাখির পিঠে বসে দ্রুতগতিতে ছুটে চলেছেন এক ব্যক্তি।
যদিও ব্যাঙ্ক অফ আস্তানার দাবি, ভিডিওটি সত্যি নয়। নকল। খুব দক্ষতার সঙ্গে এডিট করা হয়েছে। একটি ফাঁকা জায়গায় শ্যুটিংটি করা হয়েছে বলে দাবি তাদের। দাবি আরও জোরদার করতে প্রমাণস্বরূপ ছবিও দেখিয়েছে তারা।
দেখুন সেই ভিডিও-