পশ্চিম মেদিনীপুর: পিংলায় তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।  ওই ঘটনায় আহত ২ তৃণমূল কর্মী।  ঘটনাটি ঘটেছে পিংলা থানার ধনেশ্বরপুর অঞ্চলের সাঙ্গাড় এলাকায়।  তৃণমূলের অভিযোগ, গতকাল মন্ত্রী সৌমেন মহাপাত্র ত্রিপল বিলি করে চলে যাওয়ার পর রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রড, লাঠি, অস্ত্র নিয়ে আচমকা তৃণমূল কর্মীদের ওপর হামলা করে।  হামলায় আহত হন দুই তৃণমূল কর্মী।  একজনের আঘাত গুরুতর হওয়ায় তিনি এখনও হাসপাতালে ভর্তি। অন্যজনকে প্রাথমিক চিকিত্‍সার পর ছেড়ে দেওয়া হয়।  পিংলা থানায় তৃণমূল অভিযোগ দায়েরের পর পুলিশ এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে। যদিও জেলা বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, ত্রিপল বিলিকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের কারণেই ওই ঘটনা।