নয়াদিল্লি: সর্দার বল্লভভাই পটেলকে বিজেপি 'আঁকড়ে' ধরার চেষ্টা চালাচ্ছে মানে হল গেরুয়া শিবিরের নিজেদের কোনও স্বাধীনতা সংগ্রামী নেই। কটাক্ষ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধীর। পটেলকে কংগ্রেস দিকপাল হিসেবে উল্লেখ করে বৃহস্পতিবার প্রিয়ঙ্কা বলেন, বিজেপি ‘ভারতের লৌহমানব’-কে অবলম্বন করছে দেখে ভাল লাগছে।
আজ স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই পটেলের জন্মজয়ন্তী। দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে পালন করছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। এদিন হিন্দিতে টুইট করে প্রিয়ঙ্কা লেখেন, সর্দার পটেল কংগ্রেসের দিকপাল নেতা ছিলেন। যিনি দলের আদর্শের জন্য নিজের জীবনটা উৎসর্গ করছিলেন।
প্রিয়ঙ্কা আরও জানান, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন সর্দার পটেল। বিজেপির তাত্ত্বিক আদর্শ রাষ্ট্রীয় স্বয়মসেবক দল (আরএসএস)-এর ঘোর বিরোধী ছিলেন পটেল। প্রিয়ঙ্কা বলেন, আজ বিজেপি সর্দার পটেলকে 'আঁকড়ে' ধরেছে এবং তাঁকে প্রচুর শ্রদ্ধা জানাচ্ছে দেখে ভীষণ আনন্দ হচ্ছে। কারণ, বিজেপির এই কর্মকাণ্ড থেকে দুটি বিষয় পরিষ্কার। এক, তাদের নিজেদের কোনও স্বাধীনতা সংগ্রামী নেই। প্রায় সকলেই কংগ্রেসের সঙ্গে জড়িত। দুই, সর্দার পটেলের মত ব্যক্তিত্বের সামনে একদিন শত্রুদেরও মাথা নত করতে হয়। প্রসঙ্গত, এদিন সর্দার পটেলের ১৪৪ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, বৈচিত্র্যের মধ্যে একতাই আমাদের গর্ব, পরিচয়।