বেঙ্গালুরু এয়ারপোর্টে অনুরাগীদের সঙ্গে সেলফি সৌরভের, শেয়ার করলেন ট্যুইটারে
Web Desk, ABP Ananda | 31 Oct 2019 01:16 PM (IST)
উপলক্ষ্য ছিল প্রাক্তন সতীর্থ, অধুনা ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির শীর্ষকর্তা রাহুল দ্রাবিড়ের সঙ্গে সাক্ষাৎ। সেই কারণেই কর্ণাটকের রাজধানীতে পা রাখেন সৌরভ। সেখানেই অনুরাগীরা ঘিরে ধরেন তাঁকে। তাঁদের সঙ্গে নিজস্বীও তোলেন সৌরভ। এবং পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
বেঙ্গালুরু: কলকাতার মহারাজ। তারপর ব্যাট হাতে সারা দেশের ফ্যানেদের হৃদয়ে দাপটে রাজত্ব করেছেন তিনি। এখন তিনি বিসিসিআই প্রেসিডেন্ট। এখনও জনপ্রিয়তায় সৌরভ গঙ্গোপাধ্যায় টেক্কা দিতে পারেন যে কোনও ক্রীড়াতারকাকে। শুধু কলকাতায় নয়, দাদা-উন্মাদনা অব্যহত দক্ষিণেও। বেঙ্গালুরু এয়ারপোর্টে পা রাখতেই মহারাজাকে ঘিরে ধরলেন অনুরাগীরা। উপলক্ষ্য ছিল প্রাক্তন সতীর্থ, অধুনা ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির শীর্ষকর্তা রাহুল দ্রাবিড়ের সঙ্গে সাক্ষাৎ। সেই কারণেই কর্ণাটকের রাজধানীতে পা রাখেন সৌরভ। সেখানেই অনুরাগীরা ঘিরে ধরেন তাঁকে। তাঁদের সঙ্গে নিজস্বীও তোলেন সৌরভ। এবং পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সৌরভের সেই সেলফি এখন নেটদুনিয়ায় ভাইরাল। দাদা-ভক্তরা শেয়ার করছেন সেইসব ট্যুইট। রাহুল দ্রাবিড়ের সঙ্গে তাঁর বৈঠকে আলোচনা হয় জুনিয়র ক্রিকেট নিয়ে। তা নিয়ে রাহুল প্রেজেন্টেশনও দেন। এবছর ক্রিকেট নিয়ামক সংস্থা কর্ণাটক সরকারের থেকে প্রশিক্ষণ কেন্দ্র তৈরির জন্য বেঙ্গালুরু এয়ারপোর্টের কাছে ১৫ একর জমি পেয়েছে। এছাড়া বিসিসিআই সরকারের সঙ্গে আরও ২৫ একরের চুক্তি করেছে। বিসিআই প্রেসিডেন্ট পদে দায়িত্ব নিয়েই সৌরভ বলেছিলেন, তিনি ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামোর দিকে বিশেষ নজর দেবেন। ইতিমধ্যেই এ-বিষয়ে নানা পদক্ষেপ করেছেন তিনি।