নয়াদিল্লি: লোকসভা নির্বাচনে বাকি আর মাত্র কয়েক মাস। তার আগে দলের প্রবীণ নেতাদের নির্বাচনের ময়দানে নামানোর সিদ্ধান্ত বিজেপি-র। সেই তালিকায় রয়েছেন রাজ্যসভার সাংসদ এবং কেন্দ্রের মন্ত্রীরাও। বিশেষ করে রাজ্যসভায় তৃতীয় দফা চলছে যাঁদের, তাঁদের উদ্দেশে এই বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, সংসদে জায়গা পেতে গেলে এবার তা অর্জন করে নিতে হবে তাঁদের।  (Lok Sabha Elections 2024)


বিজেপি-র কর্মসমিতির বৈঠকে সম্প্রতি এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে খবর। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম বিষয়টি তুলে ধরেছে। বলা হয়েছে, রাজ্যসভায় তৃতীয় দফায় প্রতিনিধিত্ব করছেন যাঁরা এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় রয়েছেন যাঁরা, তাঁদেরকে নির্বাচনী লড়াইয়ে নামানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে বৈঠকে। নিজ নিজ পছন্দের আসন বেছে নিতে পারবেন তাঁরা। সংসদে থাকতে গেলে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তাঁদের আসন অর্জন করে নিতে হবে বলে বার্তা দেওয়া হয়েছে দলের তরফে। (BJP Senior  Leaders)


বিজেপি-র একটি সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, বুধবারের বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি-র দিল্লি নেতৃত্ব। এক-দু’জন ছাড়া বাকি সকলের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে সেখানে। উদাহরণস্বরূপ মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং রাজস্থান বিধানসভা নির্বাচনের কথা তুলে ধরা হয়, যেখানে চার কেন্দ্রীয় মন্ত্রী-সহ ১৮ জন সাংসদকে প্রার্থী করা হয়। তাঁরা জিতে ফেরাতেই এমন সিদ্ধান্ত বলে খবর। দুই কেন্দ্রীয় মন্ত্রীকে দিল্লি থেকে দাঁড় করানো হতে পারে বলেও খবর।


আরও পড়ুন: Dawood Ibrahim Properties: এক চিলতে জমি, ১৫০০০ থেকে দর উঠল ২ কোটি, মুম্বইয়ে নিলামে বিকোল দাউদের পৈর্তৃক সম্পত্তি


কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বেশ কয়েক জন মন্ত্রী রাজ্যসভার সাংসদ। অর্থাৎ নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হননি তাঁরা। রাজ্যসভায় মনোনীত করে পাঠানো হয়েছে তাঁদের। সেই তালিকায় নাম রয়েছে রাজীব চন্দ্রশেখর, পীযূস গয়াল, নির্মলা সীতারামন, এস জয়শঙ্কর, ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দ্র যাদব, মনসুখ মান্ডবিয়া, পুরুষোত্তম রুপালা, অশ্বিনী বৈষ্ণব, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, নারায়ণ রানে।


এর মধ্যে চন্দ্রশেখর এবং নির্মলা কর্নাটক থেকে সংসদে এসেছেন, পীযূস এসেছেন মহারাষ্ট্র থেকে, রুপালা গুজরাত থেকে। এঁরা প্রত্যেকেই তৃতীয় দফায় রাজ্যসভার কার্যকাল পূরণ করছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকরেরও নাম রয়েছে এই তালিকায়। নাম রয়েছে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারও। হিমাচল প্রদেশ থেকে মনোনীত করা হয় তাঁকে।