নয়াদিল্লি: রামচন্দ্রকে ‘পৌরাণিক চরিত্র’ বলে উল্লেখ। বিজেপি-র রোষানলে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। তাঁর মানসিকতাকে ‘হিন্দু বিরোধী’, এমনকি ‘রাম বিরোধী’ বলে আক্রমণ শানাল গেরুয়া শিবির। সেই নিয়ে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। 

লোকসভার বিরোধী দলনেতা রাহুল আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটির একটি আলোচনাসভায় অংশ নেন। সেখানে ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা চলছিল। হিন্দু জাতীয়তাবাদের সামনে বর্তমানে ধর্মনিরপেক্ষ রাজনীতি কোথায় দাঁড়িয়ে, সকলকে একসঙ্গে নিয়ে কীভাবে চলা যেতে পারে, তা নিয়ে প্রশ্ন করা হয়। 

সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে গোড়াতেই রাহুল জানিয়ে দেন, ভারতের কোনও মহান সমাজ সংস্কারক এবং রাজনৈতিক চিন্তাবিদ ধর্মান্ধ ছিলেন না। বিজেপি-র আদর্শকে তিনি হিন্দু আদর্শ বলে মনে করেন না বলেও সাফ জানিয়ে দেন।

আর এই প্রসঙ্গেই রামচন্দ্রের উল্লেখ উঠে আসে। রাহুল বলেন, “সত্যের অনুসন্ধান এবং অহিংসাই ভারতীয় সংস্কৃতি ও ইতিহাসের ভিত্তি। ভারতের কোনও মহান ব্যক্তি এমন ছিলেন না বলে জানা নেই আমার। আমাদের পৌরাণিক চরিত্রগুলি, ভগবান রামও তেমনই ছিলেন, তিনি ক্ষমাশীল ছিলেন, সহানুভূতিশীল ছিলেন। বিজেপি-র আদর্শকে কোনও ভাবেই হিন্দু আদর্শ বলে মনে করি না আমি।”

রাহুল আরও বলেন, “আমার কাছে হিন্দু আদর্শ অনেক বেশি বহুত্ববাদী, অনেক বেশি স্নেহশীল, সহিষ্ণু এবং উন্মুক্ত। প্রত্যেক রাজ্য, প্রত্যেক সম্প্রদায়ে এমন আদর্শে বিশ্বাসী মানুষ রয়েছেন। সেই আদর্শ বুকে নিয়ে তাঁরা বাঁচেন, তা নিয়েই চলে যান। গাঁধীজি তেমনই একজন ছিলেন। আমার মতে, ঘৃণা এবং রাগের জন্ম হয় ভয় থেকে। আপনি যদি ভীত না হন, কাউকে ঘৃণাও করতে পারবেন না।”

বিজেপি-কে ‘উপদ্রবকারী সংগঠন’ বলেও উল্লেখ করেন রাহুল। তাঁর কথায়, “বিজেপি-র ভাবনাকে কখনওই হিন্দু ভাবনা বলে মনে করি না আমি। ভাবনার নিরিখে ওরা একটি উপদ্রবকারী সংগঠন। এখন রাজনৈতিক ক্ষমতা হাতে পেয়েছে। প্রচুর অর্থ হাতে এসেছে, শক্তি বেড়েছে। কিন্তু ভারতের বড় অংশের চিন্তাশীল মানুষের প্রতিনিধি নয় ওরা।”

রাহুলের ওই বক্তব্য সামনে আসতেই তাঁকে আক্রমণ করতে নেমে পড়েছে বিজেপি। দলের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘রাষ্ট্রদ্রোহী কংগ্রেস, এখন রামদ্রোহী কংগ্রেস। রাহুল গাঁধী বলেছে প্রভূ রাম পৌরাণিক অর্থাৎ কাল্পনিক। এভাবেই ওরা রামমন্দির নির্মাণের বিরোধিতা করে এবং প্রভু রামের অস্তিত্ব নিয়েও সন্দেহ প্রকাশ করে’। বিজেপি-র মুখপাত্র সিআর কেশবন, দলের নেতা মনোজ তিওয়ারিও রাহুলকে আক্রমণ করেছেন। এখনও পর্যন্ত কংগ্রেসের তরফে এ নিয়ে প্রতিক্রিয়া মেলেনি।