রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ:আসাদউদ্দিন ওয়েসির বঙ্গ সফরের পরই তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। মঙ্গলবার মুর্শিদাবাদে চায়ে পে চর্চায় তিনি বলেন, ওয়েসি-মমতা ভাইবোন, দিদি-ভাইয়ের মান-অভিমানের পালা চলছে। সায়ন্তনের মাথার ঠিক নেই, পাল্টা কটাক্ষ তৃণমূলের।
বিহার বিধানসভা ভোটে ৫ টি আসন জেতার পর মিমের লক্ষ্য এবার বঙ্গের বিধানসভা নির্বাচন। রবিবারই ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকে সামনে রেখেই বাংলায় লড়ার কথা জানিয়েছেন হায়দরাবাদের দল মিমের প্রধান আসাদউদ্দিন ওয়েসি। বলেছেন, আব্বাসকে সামনে রেখেই এগব। উনি যেদিকে দিক নির্দেশ করবেন, সেদিকেই যাব। আগেই বলেছি বাংলায় আসছি।
মিমের বিরুদ্ধে বরাবরই অভিযোগ, বিজেপির সঙ্গে গোপনে হাত মিলিয়ে তারা বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু ভোটে ভাগ বসায়, যাতে বিরোধীদের ক্ষতি হয়, আর বিজেপি লাভবান হয়! কিন্তু, সেই বিজেপিই আবার তৃণমূলের সঙ্গে মিমের আঁতাতের অভিযোগে সরব হল।
ওয়েসি-মমতাকে ‘ভাইবোন’ তকমা দিয়ে সায়ন্তন বসুর দাবি, ওদের মান-অভিমান চলছে, শেষে ওদের আন্ডারস্যান্টিং হবে। কে কী বলছে জানি না। তবে আমি পরিষ্কার কথা বলছি, মিম, আব্বাস সিদ্দিকি মমতা বন্দ্যোধ্যায়ের সঙ্গে অভিমান করছে, দুচার দিন মিটিং হবে, কিছু একটা অ্যাডজাস্টম্যান্ট হবে, আবার একসাথে বিজেপি ঠেকাও অভিযান শুরু করবে। পাল্টা তৃণমূলের মুর্শিদাবাদ জেলা সভাপতি আবু তাহের খানের দাবি,উন্মাদরা একথা বলে। বিহার নির্বাচনে কাদের গোপন যোগাযোগ হয়েছে, সেটা সবাই দেখেছে। এদের এই ধরনের কথা শুনলে পাগলেও হাসবে! ঘটনাচক্রে দিনকয়েক আগে বাংলা সফরে থাকাকালে খোদ ওয়েসি তৃণমূলের তোলা মুসলিম ভোট কেটে বিজেপির ভোটবাক্সে সুবিধা করে দেওয়ার অভিযোগ উড়িয়ে পাল্টা মমতার দিকে আঙুল তুলে বলেন, গুজরাত যখন জ্বলছিল, তখন কী করছিলেন উনি? কেন দলীয় বিধায়ক, মন্ত্রীদের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক চলছে, সেই প্রশ্নও তোলেন।
পশ্চিমবঙ্গে প্রায় ৩০ শতাংশ সংখ্যালঘু ভোট। ২০১১ থেকে এই ভোটব্যাঙ্ক কার্যত পুরোটাই তৃণমূলের দিকে। বিশেষজ্ঞরা বলছেন, ২০২১-এর বিধানসভা ভোটে যদি সংখ্যালঘু অধ্যুষিত আসনগুলিতে মিম ছাপ ফেলতে পারে, তাহলে তৃণমূলেরই বড়সড় ক্ষতির সম্ভাবনা।
'ওয়েসি-মমতা ভাইবোন', মান-অভিমানের পালা চলছে! মিম প্রধানের রাজ্য সফরের পর কটাক্ষ সায়ন্তনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Jan 2021 08:09 PM (IST)
মিমের বিরুদ্ধে বরাবরই অভিযোগ, বিজেপির সঙ্গে গোপনে হাত মিলিয়ে তারা বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু ভোটে ভাগ বসায়, যাতে বিরোধীদের ক্ষতি হয়, আর বিজেপি লাভবান হয়! কিন্তু, সেই বিজেপিই আবার তৃণমূলের সঙ্গে মিমের আঁতাতের অভিযোগে সরব হল।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -