নয়াদিল্লি: রাহুল গান্ধীর বিরুদ্ধে FIR দায়ের করল বিজেপি। অম্বেডকর ইস্যুতে এদিন উত্তপ্ত হয় সংসদ। অধিবেশন শুরুর আগেই কংগ্রেস ও বিজেপি সাংসদদের মধ্যে ধাক্কাধাক্কি পর্যন্ত হয়। এখানেই বিষয়টা থেমে থাকেনি। ধাক্কাধাক্কিতে আহত হন ২ বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র সারঙ্গী, মুকেশ রাজপুত। ওই দুই ২ বিজেপি সাংসদকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এই ঘটনার পর সারঙ্গীর অভিযোগ, রাহুল গান্ধী তাঁকে ধাক্কা মেরেছেন ! এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অনুরাগ ঠাকুর, বাঁশুরি স্বরাজ এবং হেমাঙ্গ যোশীরা।
সংবিধান স্রষ্টাকে অপমানের অভিযোগ ওঠে অমিত শাহের বিরুদ্ধে।আর তাকে কেন্দ্র করেই এদিন আইন প্রণয়নের মন্দিরের সামনেই বেনজির ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন কংগ্রেস এবং বিজেপি সাংসদরা।চলে রীতিমতো রক্তারক্তিকাণ্ড। জখম হন বিজেপি সাংসদ। পায়ে চোট লাগে কংগ্রেস সভাপতি ও রাজ্য়সভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের। সংসদ ভবন চত্বরে ধাক্কাধাক্কির মধ্য়েই ওঠে 'জয় ভীম','জয় হিন্দ' স্লোগান। মাথায় আঘাত লাগে ওড়িশার বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র সারঙ্গীর। এরপরেই রাহুল গান্ধীর বিরুদ্ধে ধাক্কা মারার বিস্ফোরক অভিযোগ তোলে বিজেপি।
ওড়িশা বালেশ্বর বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র সারঙ্গী বলেন, রাহুল গান্ধী একজন সাংসদকে ধাক্কা মারে, তিনি আমার ওপর পড়ে যান, আমি নীচে পড়ে যাই। বিজেপি সাংসদের অভিযোগ আপনি তাঁকে ধাক্কা মেরেছেন। তাঁর চোট লেগেছে, সাংবাদিকের এই কথার উত্তরে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, না না, দেখুন, আপনাদের ক্যামেরায় নিশ্চয় থাকবে, এটা সংসদের প্রবেশ দ্বার, আমি ভিতরে যাওয়ার চেষ্টা করছিলাম। বিজেপি সাংসদ আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন, ধাক্কা দিচ্ছিলেন, আমাকে ধমকাচ্ছিলেন।' অভিযোগ, কংগ্রেস সাংসদের ধাক্কাধাক্কিতে আহত হয়েছেন উত্তরপ্রদেশের ফারুখাবাদের বিজেপি সাংসদ মুকেশ রাজপুতও। দুই বিজেপি সাংসদই হাসপাতালে ভর্তি।
আরও পড়ুন, অসম ও বাংলা স্লিপার সেল তৈরির ছক ? মুর্শিদাবাদে গ্রেফতার ২ জঙ্গি মণিরুল শেখ ও মহম্মদ আব্বাস আলি !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।