কলকাতা: হেফাজতে থাকা বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে বিতর্ক। নাবালিকা-অপহরণ মামলায় ওই কর্মীর ভাইপোর নাম। সেপ্টেম্বরে জড়িত হিসেবে গ্রেফতার হন মদন ঘোড়ুই। জেল হেফাজতে থাকাকালীন হয়ে পড়েন অসুস্থ।
চিকিৎসার জন্য আনা হয় এসএসকেএমে। গতকাল হাসপাতালেই মৃত্যু হয় ওই বিজেপি কর্মীর। ‘হেফাজতে থাকাকালীন মারধর করেছে পুলিশ। মারধরেই অসুস্থ হয়ে মৃত্যু দলীয় কর্মীর।’
সদর দফতরে দেহ এনে দাবি বিজেপির। পুলিশের দাবি, জেলে থাকার সময় অসুস্থ হন অভিযুক্ত। দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের। বিজেপির সদর দফতর থেকে আরজিকরে যাচ্ছে দেহ। আরজিকরে হবে বিজেপি কর্মীর দেহের ময়নাতদন্ত। সিবিআই তদন্তের দাবি লকেট চট্টোপাধ্যায়ের।