নয়াদিল্লি: বাজেট অধিবেশনের (Budget Session) দ্বিতীয় ভাগে তুলকালাম সংসদ (Parliament)। লন্ডনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার সময় রাহুল গাঁধী (Rahul Gandhi) যে মন্তব্য করেছেন তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি (BJP)। ওই বক্তব্যের জন্য সংসদে রাহুল গাঁধী ক্ষমা চান, এমন দাবিও করেছে বিজেপি। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। তাঁর দাবি, রাহুল গাঁধীর ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই। বরং যাঁরা ক্ষমা চাইতে বলছেন তাঁরা নরেন্দ্র মোদির বিদেশ গিয়ে করা মন্তব্য নিয়ে ভাবুন।


কী বলেছিলেন রাহুল:
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার সময় পেগাসাসের (Pegasus) প্রসঙ্গ উল্লেখ করে কেন্দ্রকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ।  তিনি অভিযোগ করেন, ভারতীয় গণতন্ত্রের মৌলিক কাঠামোর ওপর আক্রমণ চালানো হয়েছে। তাঁর ফোনে আড়ি পাততে ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করা হয়েছে। আরও অনেক রাজনীতিবিদদের ফোনেও পেগাসাস ছিল। রাহুলের দাবি, গোয়েন্দা কর্তাদের একাংশ তাঁকে ফোন করে বলেছিলেন, ফোনে যা বলছেন তা নিয়ে সতর্ক থাকুন, তাঁর ফোন রেকর্ড করা হচ্ছে। ভারতীয় গণতন্ত্রের উপর আঘাত হানা হয়েছে বলেও দাবি করেছিলেন তিনি। 


তারপরেই সেই বক্তব্যের সূত্র ধরে রাহুল গাঁধীকে লাগাতার আক্রমণের নিশানা করে বিজেপি। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনেই মুলতুবি হয়ে যায় লোকসভা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেছিলেন, এই সংসদের সদস্য রাহুল গাঁধী লন্ডনে গিয়ে ভারতকে অপমান করেছেন। রাজ্যসভায়  বিজেপি নেতা পীযূষ গোয়েল রাহুল গান্ধীর বক্তব্যের বিষয়টি তুলে ধরেন এবং কংগ্রেস নেতার কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান। গোয়েলের এই বক্তব্যের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জবাব দিয়েছিলেন। খাড়গে বলেন, 'যে এই কক্ষের সদস্য নন এমন কাউকে নিয়ে মন্তব্য করার নিন্দা করছি।' তারপরে ফের বুধবারও উত্তাল হল সংসদ। 


আদানি ইস্যুতেও সরগরম:
আদানি (Adani) ইস্যুতে অভিযোগ জানাতে দিল্লিতে ১৭ বিরোধী দলের (Opposition Party) মিছিল হয়েছে। সংসদ ভবন থেকে ইডি-র (ED) দফতর পর্যন্ত মিছিল হয়েছে। আদানি ইস্যুতে দুর্নীতির অভিযোগ জানাতে ইডি-র দফতরে যান বিরোধীরা। সংসদ ভবন থেকে মিছিল করে যাবেন ১৭ বিরোধী দলের প্রতিনিধিরা। মিছিলে অংশ নিয়েছে কংগ্রেস (Congress), ডিএমকে (DMK), সিপিএম (CPIM), জেডিইউ (JDU) সহ ১৬টি বিরোধী দল। মিছিলে যোগ দেয়নি তৃণমূল কংগ্রেস।


আরও পড়ুন: ২০০৭ থেকে ২২, গুজরাতের মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী, বিরোধীদের জবাব দিতে মোদিকে নিয়ে নয়া ভিডিওপ্রকাশ BJP র