নয়াদিল্লি : সামনের মাসেই জন্মদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi's 73rd birthday  )। প্রতি বছরই তাঁর জন্মদিনকে কেন্দ্র করে কিছু কর্মসূচি গ্রহণ করে বিজেপি। এবার ৭৩ তম জন্মদিন তাঁর। সেই উপলক্ষ্যে বিজেপি ( Bharatiya Janata Party ) আয়োজন করছে 'Seva Pakhwara'  অর্থাৎ সেবাপক্ষ (service fortnight) । সারাদেশেই এই সময় ১৬ দিন ধরে বেশকিছু সেবামূলক কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। সেপ্টেম্বর ১৫ থেকে শুরু করে গান্ধীজয়ন্তী অর্থাৎ ২ অক্টোবর অবধি চলবে এই সেবা-পক্ষ। 


এএনআই সূত্রে খবর, প্রধানমন্ত্রীর জন্মদিনের প্রস্তুতি নিতে শুরু করেছে বিজেপি।  বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ, বিনোদ তাওড়ে, সুনীল বনসল, সঞ্জয় বান্দি এবং কৈলাশ বিজয়বর্গীয়র উপস্থিতিতে একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বৈঠকে ‘মেরি মাটি মেরা দেশ’ এবং দলের ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও আলোচনা হয়। 


গত বছরও,  বিজেপি ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে ২ অক্টোবর পর্যন্ত  সেবা-পক্ষের আয়োজন করেছিল। এই কর্মসূচির অধীনে বিজেপি জেলা পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর প্রদর্শনী আয়োজন করে। এছাড়াও, বিজেপির তরফে দীনদয়াল উপাধ্যায়ের জয়ন্তী ( ২৫ সেপ্টেম্বর) এবং  ২ অক্টোবর লাল বাহাদুর শাস্ত্রী জয়ন্তীও সেবা-পক্ষের অধীনে পালিত হয়।
 
প্রধানমন্ত্রী মোদির জন্ম  ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বরে গুজরাতে।