নয়া দিল্লি : রাহুল গান্ধী (Rahul Gandhi) ঘনিষ্ঠ শ্যাম পিত্রোদার (Sam Pitroda) মন্তব্য ঘিরে বিতর্ক। প্রভু রাম, হনুমান ও মন্দির নিয়ে আমেরিকার এক অনুষ্ঠানে মন্তব্য করেন পিত্রোদা। যা নিয়ে সোশাল মিডিয়ায় সরব হলেন বিজেপির আই টি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)। ট্যুইটারে মালব্য লিখলেন, "রাজীব গান্ধীর সঙ্গী শ্যাম পিত্রোদা যতটা অজ্ঞাত, ততটাই দুষ্ট। তিনি তাঁর সহকর্মীর বেশি বয়স্ক ছেলেকে বেবি সিট করতে পারেন, তবে ভারতকে অপমান করার প্রয়োজন নেই। যা নিয়ে তাঁর কোনও ধারণাই নেই।"


 






ট্যুইটারে একটি ছোট ভিডিওয় শেয়ার করেছেন মালব্য। তাতে পিত্রোদাকে বলতে শোনা যাচ্ছে, "ভারতে এখন রাম, হনুমান, মন্দির...এসব নিয়ে আলোচনা। অথচ, বেকারত্ব, মুদ্রাস্ফীতি, শিক্ষা ও স্বাস্থ্যের মতো বিষয়গুলি পেছনে চলে গেছে। কিন্তু, মন্দির কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে না। " 


পিত্রোদার দাবির পরিপ্রেক্ষিতে মালব্য মন্তব্য করেন, "২০২৩-এর এপ্রিলে ভারতে খুচরো বাজারে মুদ্রাস্ফীতির হার ৪.৭ শতাংশে নেমে আসে। যা গত ১৮ মাসের মধ্যে সবথেকে কম। পাইকারি মূদ্রাস্ফীতি নেতিবাচক স্তরে রয়েছে এবং সেই সময়ে তা ০.৯২%-এ ছিল, ৩৪ মাসের মধ্যে যা সর্বনিম্ন। ভারতের মুদ্রাস্ফীতি মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ পিত্রোদা যে দেশে বাস করেন তার তুলনায় অনেক কম। অতিমারী ও রাশিয়া-ইউক্রেনেরে যুদ্ধের মতো পরিস্থিতি সত্ত্বেও, বিশ্বের অন্যান্য অর্থনীতির তুলনায় শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের নিরিখে ভারত অনেক ভাল জায়গায় আছে। "


মালব্য আরও লিখেছেন, "পিত্রোদা, যিনি ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান, গত মার্চ মাসেও প্রাক্তন সাংসদের লন্ডনে দেওয়া বিবৃতির পরিপ্রেক্ষিত তাঁকে রক্ষা করতে গিয়ে একই রকম প্রতিক্রিয়া মুখোমুখি হয়েছিলেন। "


প্রসঙ্গত, গত ২ জুন ১০ দিনের সফরে আমেরিকা গেছেন রাহুল গান্ধী। ওয়েইনাডের প্রাক্তন সাংসদ সেখানে একাধিক জায়গায় ভাষণ দিচ্ছেন এবং ভারতীয়দের সঙ্গে আলাপ আলোচনা করছেন। গত ৫ জুন তিনি নিউ ইউর্কে গিয়েছিলেন। আমেরিকার সবথেকে জনপ্রিয় এই শহরের জাভিস সেন্টারে ভারতীয়দের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন রাহুল।