সমীরণ পাল ও প্রসেনজিৎ সাহা: অগ্নিপথ প্রকল্পে (Agnipath Scheme) চাকরির (Job) মেয়াদ ৪ বছর। এরপর অগ্নিবীরদের (Agniveer) ২৫ শতাংশকে সেনায় (Indian Army) স্থায়ী নিয়োগ করা হলেও বাকি ৭৫ শতাংশকে যেতে হবে অবসরে। কিন্তু তারপর কী হবে? চাকরি মিলবে তো? এই সব প্রশ্নই যখন চাকরিপ্রার্থীদের ভাবাচ্ছে, তখন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র (Kailash Vijayvargiy) মন্তব্যকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। 


কী বলেছেন বিজেপি নেতা? 



  • ‘অবসরের পর তো ১১ লক্ষ টাকা পাবেন অগ্নিবীররা’

  • ‘অগ্নিবীরের সম্মানও পাবেন’

  • ‘বিজেপি অফিসে নিরাপত্তারক্ষী রাখতে হলে অগ্নিবীরদের অগ্রাধিকার দেব’


বিরোধীদের আক্রমণ


কৈলাসের এই মন্তব্যর পরই শোরগোল রাজনীতিতে। কৈলাসের অগ্নিবীর-মন্তব্যে মহাবিতর্ক শুরু হয়েছে। বিজেপিকে একসুরে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা ট্যুইটে বলেন, বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র কথা শুনুন। ৪ বছর পর অগ্নিবীরদের প্রহরী বানিয়ে বিজেপি অফিসের বাইরে দাঁড় করিয়ে দিতে চান! বিজেপির অহংকার সব সীমা ছাড়িয়ে গেছে।


আরও পড়ুন, '১০০ টাকা দিলে খবর হয়, কিন্তু ২০০ টাকা সঞ্চয়ের কথা বললে সমালোচনা হয়', অগ্নিপথ প্রসঙ্গে মোদি


সুর চড়িয়েছেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। তিনি ফেসবুকে লেখেন, অগ্নিপথ থেকে ছাঁটাই হওয়া সেনাদের বিজেপি পার্টি অফিসের সিকিউরিটি গার্ড হিসেবে নিয়োগ করতে চান কৈলাস বিজয়বর্গীয়। এই লোকটি এই পর্যায়ের নির্লজ্জ, কল্পনা করতে কষ্ট হয়। নিজের পুত্রকে ইতিমধ্যেই বিধায়ক বানিয়ে ফেলা ব্যক্তি এবার দেশের সেনাদের পার্টি অফিসের সিকিউরিটি গার্ড বানাবেন।


প্রসঙ্গত, দেশজোড়া বিক্ষোভের আবহে অগ্নিবীরদের ৭৫ শতাংশ, যাঁদের অবসরে যেতে হবে, তাঁদের জন্য সরকারি নানা ক্ষেত্রে নিয়োগের জন্য আসন সংরক্ষণের ঘোষণা করেছে মোদি সরকার। আর কেন্দ্রেরই শাসকদলের নেতা কৈলাস বিজয়বর্গীয়র অগ্নিবীর-মন্তব্যে বিতর্ক আরও মাথাচাড়া দিল।