কলকাতা: সাদা কালোয় মন খারাপ করা ছবি। বাবার কোলে উঠে হাসিতে ফেটে পড়ছে ছোট্ট অপরাজিতা আঢ্য (Aparajita Addya)। সোশ্যাল মিডিয়ায় ফাদার্স ডে (Fathers' Day) -তে এই ছবিটিই শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। কিন্তু এত পুরনো ছবি কেন? দীর্ঘ সময় আগেই পিতৃহারা অপরাজিতা। তাঁর কাছে বাবার স্মৃতি বলতে কেবলই শৈশবের। সেই আফশোস, আক্ষেপ, অভিমানই সঙ্গের লেখায় উগড়ে দিলেন তিনি। 


আরও পড়ুন: Soham on Fathers' Day: 'তুমি আমাদের মূল স্তম্ভটা..', ফাদার্স ডে-তে বাবার উদ্দেশে সোহম


অপরাজিতা লিখছেন, 'ফাদার্স ডে-তে সবার পোস্ট দেখলে আমার খুব কষ্ট হয়, জানো বাবা! খুব রাগ-ও হয় এত তাড়াতাড়ি তুমি কেন চলে গেলে, কী জন্যে....! আমার কাছে তো তোমার আমার এই ছবিটা ছাড়া কোনও ছবিও নেই। তুমি তো জানো, আমাদের মতো পরিবারে, আজ থেকে তিরিশ বছর আগে ছবি তোলাটা একটা বিলাসিতা ছিল। যার সঙ্গে সামর্থে বা নিয়মে আমরা অভ্যস্ত ছিলাম না। তাই তোমার সঙ্গে আমার এই ৫ বছরের জন্মদিনের ছবি ছাড়া আর কোনও ছবি নেই। ভেবেছিলাম বড় হব, বিখ্যাত হব, তোমার সঙ্গে সব জায়গায় যাব। মঞ্চে তোমায় নিয়ে উঠে পুরস্কার নেব। সবাইকে বলব, 'my father is my inspiration'। তোমায় কত কিছু কিনে দেব। প্রথম গাড়ি কিনে তোমায় নিয়ে ঘুরতে যাব। প্রথম এয়ার কন্ডিশান তোমায় কিনে দেব। সব কিছুই হল। সব পেলাম। শুধু তোমায় ছাড়া... তোমায় তো কিছুই দিতে পারলাম না, দেখাতে পারলাম না। আমায় তুমি একা করে চলে যাওয়ার পর আমি সব কিছুর মধ্যে থেকেও একাই আছি। এটাই অভ্যেস। জানি অন্য কোথাও আছো, জানি আবার জন্ম নিয়েছ। খুব ভালো আছো হয়তো... কিন্তু আমার বাবা নেই। মায়ের অনেক দাবি ছিলো। মা দাবি দেখাতে জানেন অধিকার সম্বন্ধে সচেতন। তোমার সেইসব কিছুই ছিল না। তাই দাবিহীন একজন মানুষের এই দাবির পৃথিবীতে বেশিদিন জায়গা হল না। কিন্তু আমার সঙ্গে তো ঠিক হল না বলো বাবা। ঈশ্বর তো অন্যায় করেছে একটা ১৫ বছরের মেয়ের সঙ্গে। হয়ত পরে অনেক খেলনা দিয়ে ভোলানোর চেষ্টা করেছে। কিন্তু ক্ষতটা ভরে দিতে পারেনি। এখানে ভগবান ডাহা ফেল করেছে। কারণ আমার কাছে আমার বাবা, মায়ের থেকেও বড় এমনকি ঈশ্বরের থেকেও...



অপরাজিতার লম্বা চিঠির শেষে নেটিজেনরা উপচে দিয়েছেন ভালোবাসা। কিন্তু তাতে কি সত্যিই প্রলেপ পড়ে বাবা না থাকার ব্যথায়?