নয়া দিল্লি: মহিলারা আজকাল যে জামাকাপড় পরিধান করে তা যদি নোংরা হয় তবে সেই মহিলাকে দেখতে শূর্পণখার মতো হয়, এমনই বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)।
বৃহস্পতিবার ছিল হনুমান জয়ন্তী (Hanuman Jayanti)। সেই উপলক্ষে ইনদৌরে (Indore) একটি ধর্মীয় সভায় হাজির ছিলেন কৈলাস। সেখানে তিনি বলেন, 'রাতে যখন আমি বাইরে বেরোই তখন প্রায়শয়ই দেখি যুবক-যুবতীরা মত্ত অবস্থায় রয়েছে। তখন আমার মনে হয় তাঁদের ভদ্রতা-সভ্যতা শিখিয়ে পাঁচ-সাতটা কষিয়ে থাপ্পড় মেরে দেই।' এরপর কৈলাসের মন্তব্য, 'মেয়েরা এত নোংরা জামাআপড় পরে সে তো আর বলারই নয়। আমরা মহিলাদের দেবীর চোখে দেখি। কিন্তু সেই দেবীত্বর ছিঁটেফোঁটা নেই তাঁদের মধ্যে'।
বিজেপির সাধারণ সম্পাদক বলেন, 'সেই সব মেয়েদের দেখতে একদম শূর্পণখার মতো লাগে। ভগবান তো সুন্দর শরীর দিয়েছে। ভাল কাপড় পরুন। আমি মা-বাবাদের বলব বাচ্চাদের সঠিক শিক্ষা দিন। আমি সত্যিই তাঁদের নিয়ে চিন্তিত'।
বিজয়বর্গীয়র এই বক্তব্যর ভিডিও ভাইরাল হয়েছে। সোশাল মিডিয়ায় তা পোস্ট হতেই নিন্দার ঝড় উঠেছে।
আরও পড়ুন, অ্যাকাউন্টে কয়েক কোটি! শিক্ষা দফতরের ৭-৮ সরকারি আধিকারিকের খোঁজ পেল CBI
কংগ্রেসের মুখপাত্র সঙ্গীতা শর্মা বলেছেন, "বিজেপি নেতারা বারবার মহিলাদের অপমান করে। এটা তাদের চিন্তাভাবনা এবং তাদের মনোভাব দেখায়। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়জি নারীদের শূর্পণখা বলে ডাকছেন এবং তাদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। বিজেপির অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত।"