সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : একদিকে মূল্যবৃদ্ধি সঙ্গে বাড়তে থাকা গ্যাসের দাম। এমনিতেই হাঁসফাঁস অবস্থা জনসাধারণের। এর মাঝেই সামনে এল নতুন চক্র। অভিযান চালিয়ে পর্দাফাঁসের পর জানানো হয়েছে, তুলনামূলক কম দামের গৃহস্থের গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস বের করে তা খানিক চড়া দামের বাণিজ্যিকভাবে ব্যবহারের গ্যাসের সিলিন্ডারে ভরে বিক্রি করা হত। অবৈধভাবে কাজ চালানো এমনই এক চক্রের খোঁজ মিলেছে। যেখানে গৃহস্থের ব্যবহারযোগ্য সিলিন্ডার থেকে গ্যাস বের করে বাণিজ্যিক সিলিন্ডারে ভরে চড়া দামে বিক্রি করার অভিযোগ। 


গোপন সূত্রে খবর পেয়ে, উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বারাসাতের শেঠপুকুর মোড় থেকে ৫২টি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার আটক করেছে পুলিশ। বারাসাত পুলিশ (Police) জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রে খবর, ওই সমস্ত সিলিন্ডার অন্যত্র বিক্রি করা হত চড়া দামে। একটি গাড়ি বোঝাই সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে গাড়ির চালককে আটক করা হয়েছে। এই চক্রের বাকিদের সন্ধান চালাচ্ছে পুলিশ। পাশাপাশি যে খবর সামনে আসতেই শুরু হয় চাঞ্চল্য। 


প্রসঙ্গত, মার্চের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল সাধারণ মানুষ। তিন রাজ্যের বিধানসভা ভোট মিটতেই ৫০ টাকা বাড়ানো হয়েছিল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। গৃহস্থের ব্যবহারের ডোমেস্টিক সিলিন্ডারের (Domestic Cylinder) দাম ছাড়ায় ১১০০ টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছাড়ায় ২ হাজার। দিন দিন রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় মাথায় হাত পড়ে যায়। তবে আর্থিক বছরের প্রথম দিন অর্থাৎ ১ এপ্রিল কিছুটা স্বস্তি দিয়ে কমল গ্যাসের দাম।


বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম  ও শিল্পে ব্যবহৃত RSP গ্যাস সিলিন্ডারের দাম কমেছে। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের (Commercial Cylinder) দাম কমে হয়েছে ২১৩২ টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও এবার একই রইল ডোমেস্টিক এলপিজির দাম। মার্চের শুরুতেই ৫০ টাকা বেড়ে কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি LPG সিলিন্ডারের দাম হয় ১ হাজার ১২৯ টাকা। যার জেরে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের ঘরে ঘরে। তেল সংস্থাগুলি প্রতি মাসের শুরুতে রান্নার গ্যাসের দাম নির্ধারণ করে থাকে।                                     


আরও পড়ুন- রাজ্যজুড়ে তাপপ্রবাহের আশঙ্কা, ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে কলকাতার গরম