মুম্বই: প্রকাশ জাভরেকর যতই বলুন, ভারত গণতান্ত্রিক দেশ, যে কারও দেশের যেখানে খুশি যাওয়ার, নিজস্ব মত প্রকাশের অধিকার আছে, গত রবিবারের মুখোশধারী হামলাবাজদের তান্ডবের নিন্দায় ডাকা জেএনইউয়ের প্রতিবাদসভায় গিয়ে পড়ুয়াদের পাশে থাকার বার্তা দেওয়া দীপিকা পাড়ুকোনের দিকে বিজেপি নেতাদের আক্রমণের বাণ ছুটছেই। আজ মহারাষ্ট্র বিজেপির গুরুত্বপূর্ণ নেতা আশিস শেলার বলিউড অভিনেত্রীকে কটাক্ষ করলেন, ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে ওঁর চরিত্রের মতো নাটক করা বন্ধ করুন দীপিকা!
বিজেপি নেতাটি জেএনইউয়ে হামলা প্রসঙ্গে বলেন, ঘটনার তদন্ত করছে পুলিশ। সুতরাং শুধুমাত্র সংশ্লিষ্ট এক পক্ষের সঙ্গে দেখা করা ঠিক নয়, তবে অবশ্যই উনি সমস্যায় রয়েছেন। আমরা ওনার পদক্ষেপের নিন্দা করছি। ওঁর আচরণে সংবেদনশীলতা নেই।
সঞ্জয় লীলা বনশালির মতো পরিচালক পাশে থাকলে মাস্তানির মতো যোদ্ধার চরিত্রে অভিনয় করা ‘সহজ’ ব্যাপার বলে অভিমত জানিয়ে শেলার বলেছেন, কিন্তু বাস্তব জীবনে যখন পিছনে কোনও ডিরেক্টর নেই, তখন নিজেকে মাস্তানি বা যোদ্ধার মতো দেখানোর চেষ্টা করা উচিত নয় ওঁর, কেননা এটা এখন স্পষ্ট যে, বাস্তবে সেরকম হওয়া ওঁর পক্ষে সম্ভব নয়।
জেএনইউয়ের প্রতিবাদসভায় হাজির থাকার নিন্দা করে দীপিকার বিরুদ্ধে সরব বিজেপি নেতারা। দিল্লি বিজেপির নেতা তেজিন্দর সিংহ বাগ্গা ইতিমধ্যেই তাঁর শুক্রবার মুক্তি পেতে চলা ছবি ‘ছপাক’ বয়কটের ডাক দিয়েছেন।
দীপিকা গত মঙ্গলবারের জেএনইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত প্রতিবাদসভায় হাজির হয়ে কোনও মন্তব্য করেননি, উপস্থিত পড়ুয়াদের মাঝখানে দাঁড়িয়ে ছাত্রনেতা কানহাইয়া কুমারের বক্তব্য শোনেন। হামলায় জখম ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের সঙ্গে দেখা করে সমবেদনাও প্রকাশ করে সেখান থেকে চলে যান।
‘মাস্তানির মতো অভিনয় করা বন্ধ করুন!’ দীপিকাকে কটাক্ষ বিজেপি নেতার
Web Desk, ABP Ananda
Updated at:
09 Jan 2020 03:55 PM (IST)
বিজেপি নেতাটি জেএনইউয়ে হামলা প্রসঙ্গে বলেন, ঘটনার তদন্ত করছে পুলিশ। সুতরাং শুধুমাত্র সংশ্লিষ্ট এক পক্ষের সঙ্গে দেখা করা ঠিক নয়, তবে অবশ্যই উনি সমস্যায় রয়েছেন। আমরা ওনার পদক্ষেপের নিন্দা করছি। ওঁর আচরণে সংবেদনশীলতা নেই।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -