মুম্বই: গত বছরটা তাঁর কেরিয়ারের সেরা মরসুম হিসাবে চিহ্নিত হয়ে থাকতে পারে। ক্রিকেটের তিন ধরনের ফর্ম্যাটে ২৪৪২ রান। যার মধ্যে শুধু বিশ্বকাপেই পাঁচটি সেঞ্চুরি। টেস্টে মিডল অর্ডারে ব্যর্থতার পর তাঁর জন্য নতুন ভূমিকা ঠিক করেছিল টিম ম্যানেজমেন্ট। এবং সেই ওপেনারের ভূমিকাতে সফল হয়েছেন। রোহিত শর্মা এখন দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের সহ-অধিনায়ক জানিয়ে দিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জাতীয় দলে এখনও বেশ কয়েকটি শূন্যস্থান রয়েছে এবং দ্রুত তা পূরণ করতে হবে।


রোহিত বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমরা প্রস্তুত হচ্ছি। ক্রিকেটারেরাও মানসিকভাবে তৈরি হচ্ছে। আমাদের দলে এখনও অনেকগুলো শূন্যস্থান রয়েছে। সেগুলো পূরণ করার কাজ চলছে। যে ১৫-২০জন রয়েছে, তারা প্রত্যেকেই ভাল। পারফর্ম করেছে। আত্মবিশ্বাসীও। অস্ট্রেলিয়ার মাটিতে যা করণীয় করতে হবে আর বিশ্বকাপ জেতার জন্য ঝাঁপাতে হবে।’

নিজের ফর্ম নিয়ে রোহিত বলেছেন, ‘আমার জন্য গত বছরটা ভাল কেটেছে। টেস্টে ওপেন করা খুব ইতিবাচক ব্যাপার। সুযোগের অপেক্ষায় ছিলাম আর সেটা পেতেই ইতিবাচকভাবে সাড়া দেওয়ার চেষ্টা করেছি।’

ক্রিজে তাঁকে এখন আগের চেয়ে অনেক বেশি ধৈর্যশীল দেখাচ্ছে। রোহিত বলেছেন, ‘শান্ত ও সংযত হলে সাফল্য আসবেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে সেই চেষ্টাই করেছিলাম এবং তাতে উপকৃতও হয়েছি। এখন সবসময়ই এই মনোভাব দেখানোর চেষ্টা করি।’

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তাঁকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকেরা। তবে প্রস্তুতিতে খামতি রাখছেন না রোহিত। মুম্বইয়ে রাজ্য দলের সতীর্থদের সঙ্গে নেট অনুশলীন করছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজে কঠিন লড়াই হবে বলে মন্তব্য রোহিতের। বলেছেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলাটা সবসময়ই ভীষণ উত্তেজনার। ওরা ভাল দল আর ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ থাকলে ওদের অন্যরকম দেখায়।’

সহ-অধিনায়ক হিসাবে তিনি অধিনায়ক বিরাট কোহলিকে সাহায্য করতে সদা প্রস্তুত বলেও জানিয়েছেন রোহিত। বলেছেন, ‘আমি সর্বদাই সাহায্য করতে প্রস্তুত। ম্যাচ, ক্রিকেটার ও দলের কম্বিনেশন নিয়ে যখনই যা মনে হবে, জানাতে চাই। আমাকে দলের সহঅধিনায়ক ঘোষণা করা হয়েছে এবং সমস্ত খেলোয়াড়দের দিকে নজর রাখাটা আমার কর্তব্য। ম্যাচ ও টুর্নামেন্ট জিততে হলে কী করা উচিত সেটা দেখতে হবে।’