নতুন মন্ত্রিসভা ঘোষণা করল বিজেপি নেতৃত্বাধীন গুজরাত সরকার। নতুন মন্ত্রিসভায় জায়গা পেলেন ২৬ জন মন্ত্রী। সেই তালিকায় রয়েছেন ক্রিকেটার রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা জাডেজা। একদিন আগেই মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল ছাড়া গোটা মন্ত্রিসভা একযোগে ইস্তফা দেয়।

Continues below advertisement

সিনিয়র এক বিজেপি নেতা বলেন, বৃহস্পতিবার বিকালের মধ্যে মন্ত্রীদের পদত্যাগপত্র জমা দিতে বলা হয়েছিল। যাতে মুখ্যমন্ত্রী ও দলীয় নেতৃত্ব ফ্রি হল্যান্ড পান, সেই লক্ষ্যেই তাঁদের ইস্তফা দিতে বলা হয়েছিল। স্থানীয় নির্বাচন এবং ২০২৭ সালে রাজ্য বিধানসভা নির্বাচনে কৌশলগত বিষয়ের দিকে লক্ষ্য রেখেই এই সিদ্ধান্তের কথা জানান সিনিয়র এক নেতা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রাজ্য। বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি গুজরাত। দীর্ঘদিন এখানে ক্ষমতায় রয়েছে গেরুয়া শিবির। সেখানেই গতকাল আচমকা রাজ্য রাজনীতির নাটকীয় মোড় দেখা যায়। মন্ত্রিসভা রদবদলের লক্ষ্যে মুখ্যমন্ত্রী বাদ দিয়ে ইস্তফা দেন একে একে মন্ত্রীরা।

Continues below advertisement

এরপরই আজ নতুন মন্ত্রিসভা ঘোষণা করা হয়। যাতে জায়গা করে নেন ২৬ জন মন্ত্রী। রিভাবা জাদেজা ছাড়াও, স্বরূপজি ঠাকুর, প্রভেনকুমার মালি, রুশিকেশ পটেল, দর্শনা ওয়াঘেলা, কুনভারজি বাভালিয়া, অর্জুন মোধওয়াদিয়া, পরশোত্তম সোলাঙ্কি, জিতেন্দ্র ওয়াঘানি, প্রফুল পানশেরিয়া, হর্ষ সাঙ্ঘভি এবং কানুভাই দেশাইও নতুন মন্ত্রিসভার অংশ হয়েছেন। গান্ধীনগরে মহাত্মা মন্দিরে নতুন মন্ত্রীরা শপথ-বাক্য পাঠ করবেন। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার। বৃহস্পতিবার সন্ধেতেই তিনি গান্ধীনগর পৌঁছে গেছেন। সেখানে মুখ্যমন্ত্রী পটেল-সহ দলের অন্য সিনিয়র নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, অমিত শাহও থাকতে পারেন অনুষ্ঠানে। শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল আচার্য দেবরৎজি।