নয়াদিল্লি: নতুন সর্বভারতীয় সবাপতি নির্বাচনে তৎপর হল বিজেপি। আপাতত দিল্লির বিধানসভা নির্বাচন নিয়ে ব্যস্ত গেরুয়া শিবির। তার মধ্যেই পরবর্তী সর্বভারতীয় সভাপতি নির্বাচনের কাজে হাত দিল তারা। দলীয় সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসেই বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নির্বাচন হতে চলেছে। ১০ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে দলের প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে বলে খবর। (BJP National President Election)


এই মুহূর্তে জেপি নাড্ডার নেতৃত্বেই দিল্লির বিধানসভা নির্বাচনে অংশ নিচ্ছে বিজেপি। যদিও ২০২৪ সালের জানুয়ারি মাসেই নাড্ডার কার্যকালের মেয়াদ পেরিয়ে যায়। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে তাঁর মেয়াদবৃদ্ধি করা হয়। কিন্তু নির্বাচন মিটে গেলেও, এখনও ওই পদে রয়ে গিয়েছেন নাড্ডা। কিন্তু দলীয় নীতি অনুযায়ী, এক ব্যক্তি, একই সময়ে একাধিক পদে আসীন থাকতে পারবেন না। তাই অবশেষে সভাপতি নির্বাচনে তৎপর হল বিজেপি। (JP National President)


বিজেপি সূত্রে খবর, সাংগঠনিক স্তরে সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। জাতীয় এবং রাজ্যস্তরেও সদস্যরা কাজ শুরু করে দিয়েছেন। পছন্দের প্রার্থী বাছাইয়ের কাজ চলছে জোরকদমে। সর্বভারতীয় স্তরে সভাপতি নির্বাচনের আগে অন্তত পক্ষে বিভিন্ন রাজ্যে শাখা-সংগঠনগুলির ৫০ শতাংশ নির্বাচন মিটে যাওয়া কাম্য। 


কিন্তু এখনও পর্যন্ত চারটি রাজ্যেই শুধুমাত্র সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। পশ্চিমবঙ্গেও এখনও পর্যন্ত নতুন রাজ্য সভাপতি নির্বাচন করতে পারেনি বিজেপি। একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ এবং রাজ্য সভাপতির দায়িত্ব পালন করে চলেছেন সুকান্ত মজুমদার। আবার বিধানসভা নির্বাচনের দরুণ মহারাষ্ট্র এবং হরিয়ানাতেও রাজ্য সভাপতির নির্বাচন হয়নি এখনও পর্যন্ত।


এর আগে, ১৫ জানুয়ারির মধ্যে রাজ্যস্তরের নির্বাচন সেরে ফেলার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু জেলা এবং মণ্ডল সভাপতি নির্বাচন করতে গিয়েও অভ্যন্তরীণ কলহ বাধা হয়ে দাঁড়ায়। রাজ্য সভাপতির নির্বাচনও আটকে গিয়েছে। তাই সর্বভারতীয় সভাপতি নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা সম্ভব হয়নি। সেই নিয়ে চলতি মাসে দলীয় বৈঠকও হয়। নির্বাচন প্রক্রিয়ায় গতি আনার কথা ওঠে সেখানে। 


সর্বভারতীয় সভাপতি নির্বাচনের আগে তাই রাজ্যস্তরের নির্বাচন সম্পন্ন করার উপর জোর দিচ্ছে বিজেপি। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। সেখানে আম আদমি পার্টি, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে এবার ত্রিমুখী লড়াই হতে চলেছে। ৮ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনের ফলঘোষণা। তার পরই বিজেপি সর্বভারতীয় সভাপতি নির্বাচনের দিকে এগোবে বলে জানা যাচ্ছে।


তবে জেপি নাড্ডার জায়গায় বিজেপি-র সর্বভারতীয় সভাপতি কে হবেন, সেই নিয়েও জল্পনা চলছে। দলীয় সূত্রে খবর, এই মুহূর্তে কংগ্রেস অনগ্রসর শ্রেণির ভোট পকেটে ভরতে উদ্যত হয়েছে। 'জয় বাপু', 'জয় ভীম', 'জয় সংবিধান' নামে একাধিক কর্মসূচিও শুরু করেছে তারা। এমন পরিস্থিতিতে অনগ্রসর শ্রেণি থেকে, কোনও দলিত প্রতিনিধিকেও দলের সর্বভারতীয় সভাপতি নিয়োগ করা হতে পারে বলে খবর।