কলকাতা: সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় বারে বারেই যেন ঘুরে যাচ্ছে মোড়। রবিবার ঠাণে থেকে গ্রেফতার হয়েছে এক ব্যক্তি। আগে জানা গিয়েছিল, সেই ব্যক্তি নদীয়ার বাসিন্দা। তবে সর্বশেষ পাওয়া আপডেট হিসেবে জানা যাচ্ছে, সেই ব্যক্তি বাংলাদেশের বাসিন্দা। ধৃতের কাছ থেকে মেলেনি ভারতে প্রবেশ করার কোনও রকম সঠিক আইনি নথি মেলেনি। এও জানা যাচ্ছে, ওই ব্যক্তির আসল নাম মহম্মদ শরিফুল ইসলাম। চুরি উদ্দেশেই নাকি সেফের বাড়িতে হানা দিয়েছিল সে।
জানা যাচ্ছে, মুম্বই পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই ধৃত ব্যক্তিকে। এখনও পর্যন্ত জানা গিয়েছে, সেফের বাড়িতে চুরির উদ্দেশেই ঢুকেছিল ওই ব্যক্তি। বাড়িটি যে সেফ আলি খান (Saif Ali Khan) ও করিনা কপূর খান (Kareena Kapoor Khan) -এর তা নাকি জানত না আততায়ী। ৫-৬ মাসে আগে মুম্বইয়ে আসে মহম্মদ শরিফুল ইসলাম। ধৃতের কাছ থেকে কোনও ভারতীয় পরিচয়পত্র মেলেনি। ঠাণের পানশালায় হাউসকিপিংয়ের কাজ করত মহম্মদ শরিফুল। সেফের ওপর হামলার পর পালিয়ে বেড়াচ্ছিল সে। পুলিশের চোখে ধুলো দিতে বারবার নাম ভাঁড়িয়ে আস্তানা বদল করছিল মহম্মদ শরিফুল ইসলাম। কখনও বিজয় দাস, কখনও মহম্মদ ইলিয়াস নাম ব্যবহার করছিল সে। মুম্বই পুলিশ সূত্রে খবর, ৭-৮ মাস আগে শিলিগুড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল ওই ব্যক্তি। গতকাল মুম্বইয়ের নির্মীয়মাণ আবাসন থেকে গ্রেফতার অভিযুক্ত।
জানা যাচ্ছে, হামলার ঘটনার সঙ্গে তার যোগসূত্র স্বীকার করে নিয়েছেন গ্রেফতার হওয়া ব্যক্তি। গ্রেফতারির সময় বিজয় দাস ঘুমোচ্ছিল বলে জানা গিয়েছে। সেই সময়েই পুলিশ ফোর্স গিয়ে তাকে গ্রেফতার করে। কিন্তু কেন হামলা চালাল ওই ব্যক্তি, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সমগ্র পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ।
গত ১৬ জানুয়ারি, নিজের বাড়িতেই আক্রান্ত হন সেফ আলি খান। ছুরি দিয়ে কোপানো হয় তাঁকে। জানা যাচ্ছে, সেফের ছোট ছেলে জেহ-র ঘরের শৌচাগারে লুকিয়ে ছিল আততায়ী। কিন্তু সে যে কোথা দিয়ে বিল্ডিংয়ে ঢুকেছিল সেই বিষয়ে ধোঁয়াশা রয়েছে। জেহ-র ন্যানি প্রথম তাকে দেখতে পান। ভয় পেয়ে অ্যালার্ম বাজিয়ে দেন তিনি। কাঁদতে কাঁদতে ছুটে পালিয়ে যায় ছোট্ট জেহ। ছুটে আসেন সেফ। জেহ-র কাছে পৌঁছতে না পেতে আততায়ী ভয়ঙ্কর হয়ে ওঠে। ছুরি বের করে কোপাতে থাকে সেফকে। আহত সেফ পড়ে গেলে সে ঘর থেকে বেরিয়ে যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে আটক ও গ্রেফতার করা হয়েছে। তবে কারা কারা এই হামলার সঙ্গে জড়িত তা নিয়ে তদন্ত চলছে।
আরও পড়ুন: Saif Ali Khan Attack: সেফের ওপর হামলার ঘটনায় বঙ্গ-যোগ! গ্রেফতার হওয়া ব্যক্তি নদীয়ার বাসিন্দা