নয়াদিল্লি: করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিজেপি নেতা তথা রাজস্থানের রাজসামান্দের বিধায়ক কিরণ মহেশ্বরি। সোমবার হরিয়ানার গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে প্রয়াত হন তিনি। ভাইরাসে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। জানা গিয়েছে, উদয়পুরে প্রয়াত বিধায়কের শেষকৃত্য সম্পন্ন হবে।


 

২১ দিন আগে হাসপাতালে ভর্তি হন কিরণ মহেশ্বরি। বিধায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, কিরণ মহেশ্বরি নিষ্ঠার সঙ্গে কাজ করতেন। দেশের এবং রাজ্যের গরিব, সংখ্যালঘুদের উন্নয়নের জন্য কাজ করেছেন তিনি। এদিকে গত সপ্তাহে মাত্র দুদিনের ব্যবধানে মৃত্যু হয়েছে কংগ্রেসের দুই নেতা আহমেদ পটেল এবং তরুণ গগৈয়ের। গত বৃহস্পতিবার তাঁদের শেষকৃত্য সম্পন্ন হয়।

গত বুধবার, কংগ্রেসের ‘মুশকিল আসান’ বলে পরিচিত আহমেদ পটেল গুরুগ্রামের হাসপাতালে প্রয়াত হন তিনি। শেষকৃত্য সম্পন্ন হয় গুজরাতের ভারুচে। অন্যদিকে অসমের তিনবারের মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রয়াত হন গত সোমবার। গুয়াহাটিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।


 

রাজস্থানের স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, রবিবার করোনায় মৃত্যু হয়েছে ১৮ জনের। মৃতেরা পালি, আজমীঢ়, জয়পুর, যোধপুর, ভরতপুর, ঝালাওয়ার, কারৌলি, কোটা, নাগাপুর, রাজসামান্দ, শিকার, উদয়পুরের বাসিন্দা। রবিবার ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫১৮ জন। যার মধ্যে আছেন জয়পুরের ৫৫৫ জন, যোধপুরের ৩৯৫ জন, কোটার ২১১, আজমীঢ়ের ১৬৪, উদয়পুরের ১০১ জন। রাজ্যে মোট করোনা আক্রান্ত আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৬৫ হাজার ৩৮৬। সুস্থ হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ৩৩৬ জন। চিকিৎসাধীন ২৮ হাজার ৭৫৮।