নয়াদিল্লি: করোনা আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর শারীরিক অবস্থা নিয়ে দিনভর বিভ্রান্তি।
রবিবার সকালে, বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি ট্যুইটারে জানান, অমিত শাহ করোনা নেগেটিভ হয়েছেন। তাঁর এই ট্য়ুইটের ভিত্তিতে অমিত শাহের শারীরিক অবস্থার আপডেট দিতে থাকে প্রায় সবকটি সর্বভারতীয় সংবাদমাধ্য়মগুলি।
কিন্তু, বেলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়, এমন কোনও খবর নেই। অমিত শাহর নতুন করে কোভিড-পরীক্ষা হয়নি। আরও বলা হয়, পরীক্ষা হলে তা জানিয়ে দেওয়া হবে। এক আধিকারিক সকলকে অনুরোধ করেন, অমিত শাহের স্বাস্থ্য নিয়ে কোনও জল্পনা না ছড়াতে। এরপরই, নিজের ট্যুইট ডিলিট করে দেন মনোজ তিওয়ারি।
প্রসঙ্গত, গত রবিবার করোনা আক্রান্ত হয়ে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অমিত শাহ। নিজেই ট্যুইট করে কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রবিবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ ট্যুইটারে অমিত শাহ লেখেন, করোনার প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় টেস্ট করি এবং রিপোর্ট পজিটিভ আসে। আমি ঠিক আছি। চিকিত্সকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হচ্ছি। আমার অনুরোধ, গত কয়েক দিন ধরে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা অনুগ্রহ করে আইসোলেশনে থাকুন এবং কোভিড টেস্ট করান।