নয়া দিল্লি: বাংলাদেশ নিয়ে এবার চাঞ্চল্যকর দাবি করলেন ভারতীয় জনতা পার্টির সাংসদ নিশিকান্ত দুবে। এর আগেও একাধিকবার তিনি বিস্ফোরক দাবি করেছেন। একাধিক বক্তব্যে  সর্বদা তার বক্তব্যের জন্য শিরোনামে থাকেন নিশিকান্ত দুবে। তিনি আবারও একটি বড় বক্তব্য পেশ করেছেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ইন্দিরা গান্ধী বাংলাদেশ তৈরি করে ভুল করেছিলেন।

Continues below advertisement

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে নিশিকান্ত দুবে বলেছেন, 'বিহারিরা এর পরিণতি ভোগ করছে। যদি বাংলাদেশ তৈরি করতেই হয়, তাহলে হিন্দুদের জন্য আলাদা বাংলাদেশ এবং মুসলমানদের জন্য আলাদা বাংলাদেশ তৈরি করা উচিত ছিল।'

ঝাড়খণ্ডের গোড্ডা লোকসভা কেন্দ্রের সাংসদ নিশিকান্ত দুবে সংবাদ সংস্থা এএনআই-এর পডকাস্টে একাধিক দাবি করেছেন। যা চাঞ্চল্যকর তো বটেই। তবে, এই কথোপকথনের সম্পূর্ণ ভিডিও এখনও আসেনি। শুধুমাত্র একটি টিজার পোস্ট করা হয়েছে, সেখানে এটি শোনা গিয়েছে। এই পডকাস্টে, প্রধানমন্ত্রী মোদি এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্পর্কেও বেশ কিছু তথ্য তিনি জানিয়েছেন।   এরপর বাংলাদেশ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নিশিকান্ত দুবে বলেন, 'ইন্দিরা গান্ধী বাংলাদেশ তৈরি করে যে ভুল করেছিলেন, তার জন্য বিহারকে খেসারত দিচ্ছে। যদি বাংলাদেশ তৈরি করতেই হত, তাহলে হিন্দুদের জন্য বাংলাদেশ আলাদা করা উচিত ছিল এবং মুসলমানদের জন্য বাংলাদেশ আলাদা করা উচিত ছিল।' এরপর মোদির প্রসঙ্গ উঠতে নিশিকান্ত দুবে বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপির বাধ্যবাধকতা। আর আমি মোদিজিকে আগামী ১৫-২০ বছর ধরে দেখতে পাচ্ছি। যদি প্রধানমন্ত্রী মোদি আমাদের নেতা না হন, তাহলে বিজেপি ১৫০টি আসনও জিততে পারবে না'।

এই চর্চার কারণ, মোহন ভাগবতের সাম্প্রতিক সেই বিস্ফোরক মন্তব্য। সঙ্ঘেরই একটি বই প্রকাশ অনুষ্ঠানে কৌতুকছলে বলেছিলেন, ‘৭৫ বছর বয়স হলে নবীনদের জন্য জায়গা ছেড়ে দিতে হয় নেতৃত্বকে।’ প্রশ্ন ওঠে, ভাগবতের লক্ষ্য কি নরেন্দ্র মোদি? কারণ, ১৭ সেপ্টেম্বর মোদির ৭৫ বছর পূর্ণ হবে। তাহলে কি ভাগবত ইঙ্গিত দিলেন যে, মোদিরও অবসর নেওয়া উচিত? আর মোহন ভাগবত নিজে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেই কি ওই সূক্ষ্ম বার্তা দিয়ে রাখলেন মোদির জন্য?