নয়াদিল্লি: পহেলগাঁও হামলার জেরে নতুন করে সংঘাত দেখা দিয়েছে পাকিস্তানের সঙ্গে। জঙ্গি হামলায় পাকিস্তান সংযোগ মেলায় সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। এবার বাংলাদেশকে নিয়েও একই অবস্থানের পক্ষে সওয়াল করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। (Nishikant Dubey)

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত ১৯৯৬ সালের গঙ্গা জল চুক্তি নিয়েও এবার একই অবস্থান নিতে হবে বলে দাবি তুললেন নিশিকান্ত। কংগ্রেস আমলে স্বাক্ষরিত ওই চুক্তিতে ত্রুটি রয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। (India-Bangladesh Relations)

নিশিকান্তর বক্তব্য, “গঙ্গা জল চুক্তির সিদ্ধান্ত ভুল ছিল। ১৯৯৬ সালে ভুল করেছিল কংগ্রেস সরকার।” যে সমস্ত দেশের সঙ্গে সন্ত্রাসের সংযোগ রয়েছে, তাদের জল দেওয়া হবে কেন, প্রশ্ন তুলেছেন নিশিকান্ত। তাঁর বক্তব্য, “সাপের দলকে কত দিন জল দেব আমরা? এবার থেঁতলে মারার সময় এসেছে।”

পাকিস্তান এবং বাংলাদেশ, দুই দেশের সঙ্গে ভারতের যে সীমান্ত, তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নিশিকান্ত। লস্কর-ই-তৈবার সঙ্গে বাংলাদেশের মহম্মদ ইউনূস সরকারের যোগ রয়েছে বলে দাবি করেছেন তিনি। নিশিকান্ত বলেন, “লস্কর-ই-তৈবা লাগাতার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশ রুখতে হলে সীমান্তের নিরাপত্তা  বাড়াতে হবে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বরাবর বলে আসছেন বাংলাদেশকে জল দেওয়া উচিত নয় আমাদের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিস্তা চুক্তির বিরোধিতা করেছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ব্রহ্মপুত্রের জল বাংলাদেশে যাওয়ার বিরোধী। সন্ত্রাসকে সমর্থন বন্ধ না করা পর্যন্ত বাংলাদেশের সঙ্গে জল ভাগ করে নেওয়া উচিত নয় আমাদের।” 

সোশ্যাল মিডিয়াতেও নিশিকান্ত লেখেন, ‘বাংলাদেশিরা বড্ড ছটপট করছে। ওদের গঙ্গার জল দেওয়া বন্ধ করার সময় এসেছে। আমাদের দেওয়া জলে পান করে বাঁচবে, আর গুণগান করবে পাকিস্তানের’।