প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা : গুজরাতের পর এবার ত্রিপুরায় গ্রেফতার বাংলাদেশি। আগরতলা স্টেশন থেকে ৪ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত জহিরুল ইসলাম ওরফে জাহির ঢাকার বাসিন্দা। ধৃত দিলওয়ার হোসেন শরীয়তপুরের বাসিন্দা। ধৃত জামিরুল ইসলাম পঞ্চগড়ের বাসিন্দা। ধৃত মহম্মদ জিয়া বাংলাদেশের জামালপুরের বাসিন্দা। বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে ঢুকে ব্যাঙ্গালোর, চেন্নাইয়ে যাচ্ছিল এই চারজন, খবর পুলিশ সূত্রে। 

শনিবার সন্ধ্যায় এই চারজন বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল বলে জানা গিয়েছে। আগরতলা জিআরপিএস, আগরতলা আরপিএফ এবং গোয়েন্দা বিভাগ একসঙ্গে এই অভিযান করেছিল।  প্রাথমিক জিজ্ঞাসায় ধৃতেরা জানিয়েছে তারা বেঙ্গালুরু, চেন্নাই যাবে। এর পাশাপাশি উত্তর জেলায় ২ জন এবং সিপাহীজলা জেলায় ১ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বিএসএফ আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর ব্যাপক তৎপরতা দেখা গিয়েছে ভারতের বিভিন্ন মেট্রোপলিটান শহরে। আর এই আবহেই গুজরাতে পুলিশের অভিযানে পাকড়াও হয়েছেন এক হাজারেরও বেশি বাংলাদেশি অভিবাসী। আমদাবাদ এবং সুরাতে ব্যাপক ধরপাকড় করা হয়েছে। গ্রেফতার হয়েছেন ১০২২ জন বাংলাদেশি। সূত্রের খবর, এঁদের কাছে নেই বৈধ নথিপত্র। বেআইনি ভাবেই এদেশে প্রবেশ করেছিলেন তাঁরা। আর এবার ভারত ছেড়ে পালাচ্ছিলেনও ভুয়ো, জাল কাগজপত্রের সাহায্যে। আমদাবাদ থেকে ৮৯০ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে সুরাত থেকে গ্রেফতার হয়েছেন ১৩২ জন বাংলাদেশি। 

গুজরাত পুলিশ, স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি), ক্রাইম ব্রাঞ্চ, অ্যান্টি-হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট, ইকোনমিক অফেন্স উইং এবং স্থানীয় পুলিশ, একযোগে অভিযান চালিয়েছে আমদাবাদ এবং সুরাতে। পুলিশ সূত্রে খবর, তদন্ত প্রক্রিয়া শেষ হলে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এই প্রথম নয়, এর আগে মুম্বই এবং দিল্লি থেকেও অনেক বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছিল যারা কোনও বৈধ কাগজ নিয়ে ভারতে আসেনি। জাল নথিপত্রের সাহায্যে ভুয়ো পরিচয় নিয়ে সীমান্ত পেরিয়ে ঢুকেছিল ভারতে। 

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের কাছে বৈসারন উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে। পর্যটকদের ধর্মীয় পরিচয় জেনে তাদের উপর গুলি চালায় জঙ্গিরা। বেছে বেছে টার্গেট করা হয় হিন্দু পুরুষদের। বেশিরভাগ পর্যটককেই খুব কাছ থেকে মাথায় গুলি করে খুন করা হয়েছে। ভূস্বর্গের 'মিনি সুইৎজারল্যান্ড'- এর এই ভয়াবহ জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে মোট ২৬ জনের। তাঁদের মধ্যে ২৫ জন পর্যটক। রয়েছেন বাংলার তিন বাসিন্দাও। অন্যদিকে পর্যটকদের বাঁচাতে গিয়ে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন এক কাশ্মীরি টাট্টু ঘোড়ার চালক, স্থানীয় যুবক সৈয়দ আদিল হুসেন।