নয়াদিল্লি : সামনেই লোকসভা ভোট (Lok Sabha Election)। প্রতিটি রাজনৈতিক দলই একে অপরকে বিঁধতে পিছপা হচ্ছে না। একে অপরের বিরুদ্ধে তুলছে অভিযোগও। এবার বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তাঁর অভিযোগ, বিজেপি আপের সাত বিধায়কের প্রত্যেককে দল ছেড়ে দেওয়ার জন্য ২৫ কোটি টাকা করে দিতে চেয়েছে। দিল্লির সাত বিধায়ককে এই 'অফার' দেওয়া হয়েছে। এর পাশাপাশি কেজরিওয়াল সরকার ফেলে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে গেরুয়া শিবির। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। উপরন্তু তারা আপকে চ্যালেঞ্জ করেছে, ওই সাত বিধায়কের নাম বলা হোক এবং জানানো হোক কারা তাঁদের কাছে এই 'অফার' নিয়ে হাজির হয়েছিলেন।


এক্স হ্যান্ডেলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পোস্ট করেছেন, তাঁর দলের সাত বিধায়কের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাঁদের সতর্ক করে বলা হয়েছে, আপ আহ্বায়ককে শীঘ্রই গ্রেফতার করা হবে। 


 






কেজরিওয়ালের মতে, যোগাযোগকারীরা দাবি করেছেন, তাঁরা আপের ২১ জন বিধায়কের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। দিল্লির সরকার ফেলে দেওয়ার পর বিধায়কদের প্রত্যেককে ২৫ কোটি টাকা এবং বিজেপির টিকিটে ভোটে লড়তে দেওয়া হবে।


আপ সুপ্রিমোর সংযোজন, সাত আপ বিধায়কই দল ছাড়বেন না বলে জানিয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, দিল্লির আপ সরকার ফেলার জন্য মদ দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করানোর চেষ্টা হচ্ছে। 


যদিও এই অভিযোগ অস্বীকার করে দিল্লি বিজেপির সেক্রেটারি হরিশ খুরানা চ্যালেঞ্জ করেন, ওই বিধায়কদের নাম করুক আপ এবং যাঁরা যোগাযোগ করেছিলেন তাঁদেরও নাম জানানো হোক। আসলে মদ দুর্নীতিতে প্রশ্নোত্তরের জন্য কেজরিওয়ালের ইডি-তলব এড়ানোকে ধামাচাপা দিতে চাইছে আপ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে