নয়াদিল্লি: ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। এই দিনটাকে একটু অন্যভাবে সেলিব্রেট করার পরিকল্পনা নিয়েছে বিজেপি। শুধু ওইদিন নয়, সেপ্টম্বরের মাঝ সপ্তাহ ধরে চলবে উদযাপন। ১৪ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার থেকে সপ্তাহব্যাপী 'সেবা শপথ' কর্মসূচি নিয়েছে দল। নানারকম সমাজকল্যাণমূলক কাজের মধ্য দিয়েই হবে প্রধানমন্ত্রীর জন্মসপ্তাহ পালন।
সেই পরিকল্পনা সফল করতেই আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দলের কার্যকরী সভাপতি জে পি নাড্ডা এইমসে গেলেন, সেখানে ভর্তি ছোট বাচ্চাদের মধ্যে ফল বিতরণ করতে। দেখুন সেই ছবি।

তাছাড়া এইমসে গিয়ে করিডোরও মোছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির অন্যান্য নেতারা।

এই উদ্যোগকে সফল করতে অবিনাশ রাই খান্নার নেতৃত্বে একটি কেন্দ্রীয় কমিটি তৈরি করেছে বিজেপি। আছেন, মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালও।
এই কর্মসূচিতে থাকছে রক্তদান শিবির, স্বাস্থ্য ক্যাম্প, চক্ষুপরীক্ষা শিবির, ইত্যাদি। এছাড়াও দরিদ্র ও অনাথ শিশুদের কল্যাণের জন্যও বেশকিছু উদ্যোগ নেওয়া হবে, বলে সূত্রের খবর।