নয়াদিল্লি: মুম্বইয়ে বিরোধী জোটের বৈঠক ঘিরে তৎপরতা তুঙ্গে (Lok Sabha Elections 2024)। সেই আবহেই ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া পোস্টার সামনে আনল বিজেপি। তাতে হলিউড ছবি 'টার্মিনেটর'-এর মুখ্য চরিত্র, আর্নল্ড সোয়ার্ৎজেনেগার অভিনীত সাইবর্গ রূপে করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। লেখা হয়েছে, '২০২৪, আমি ফিরছি আবার'। (Narendra Modi)


বৃহস্পতিবার মুম্বইয়ে বিজেপি বিরোধী I.N.D.I.A জোটের বৈঠক। তার আগে বিজেপি-র তরফে মোদির নয়া পোস্টারটি প্রকাশ করা হয়। লেদার জ্যাকেট পরিহিত সোয়ার্ৎজেনেগারের জায়গায় মোদির মুখ দেখা যাচ্ছে। হাতে ধরা আগ্নেয়াস্ত্রের পরিবর্তে রয়েছে পদ্মফুল। পোস্টারে লেখা, 'নরেন্দ্র মোদি, দ্য টার্মিনেটর'। তার উপরে আরও বোল্ড হরফে লেখা, '২০২৪, আমি ফিরছি আবার'।


ছবিটি বিজেপি-র তরফে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করা হয়। তাতে লেখা হয়, 'বিরোধীরা ভাবছে, প্রধানমন্ত্রীকে হারানো সম্ভব। দিবাস্বপ্ন দেখতে থাকুন! টার্মিনেটরই বরাবর জয়ী হয়'। মহারাষ্ট্রে বিরোধীদের বৈঠক ঘিরে তৎপরতার মধ্যেই সামনে এল এই পোস্টার। বিরোধীদের বার্তা দিতেই বিজেপি-র তরফে এই পোস্টার আনা হয়েছে বলে মত রাজনৈতিক মহলে।



আরও পড়ুন: Narendra Modi Rakhi : খুদে খুদে হাত বেঁধে দিল রাখী, দিল্লিতে স্কুলের কচিকাঁচাদের সঙ্গে আনন্দে মাতলেন প্রধানমন্ত্রী


২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই মুহূর্তে শাসক এবং বিরোধী, দুই শিবিরেই প্রস্তুতি তুঙ্গে। একদিকে, বিজেপি নেতৃত্বাধীন NDA শিবির, অন্য দিকে কংগ্রেস এবং বাকি বিরোধীদের I.N.D.I.A জোট। ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর মুম্বইয়ে I.N.D.I.A জোটের তৃতীয় বৈঠক শুরু হচ্ছে। সবমিলিয়ে সেখানে ২৬টি দল বৈঠকে অংশ নিতে পারে বলে জানা গিয়েছে। বেশ কিছু নতুন দলও যোগ দিতে পারে।


এর পর, বিজেপি নেতৃত্বাধীন NDA জোটেরও বৈঠক রয়েছে। শুরু হবে মহারাষ্ট্র থেকেই। সেখানে বিজেপি নেতৃত্বাধীন সরকার ৪৮টি লোকসভা আসন নিয়ে বিশেষ পর্যালোচনা বৈঠক করবে। বৃহস্পতিবারই একনাথ শিন্ডের বাড়িতে প্রথম দফার বৈঠক রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস এবং অজিত পওয়ার ও অন্যান্যরা।


২০২৪-এর কুর্সি দখলের লড়াইয়ে নামার আগে রণকৌশল ঠিক করতে, বৃবস্পতিবার তৃতীয়বার বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া। পটনা, বেঙ্গালুরুর পর আগামীকাল মুম্বইয়ে বিরোধী জোটের তৃতীয় বৈঠক। সূত্রের খবর, শরিক দলগুলির মধ্যে কীভাবে সমন্বয়, সে বিষয়ে নীতি নির্ধারণে তৈরি করা হবে কমিটি। পাশাপাশি, আসন্ন লোকসভা নির্বাচনে মোদি সরকারের বিরুদ্ধে প্রচারের রণকৌশল স্থির করা এবং EVM-এর বদলে ব্যালটে ভোটের দাবি নিয়েও আলোচনা হবে বলে সূত্রের খবর। বৈঠকে যোগ দিতে মুম্বইয় পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।  মুম্বইয়ে জোটের বৈঠকে এবারও মমতার সঙ্গে যোগ দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।