নয়া দিল্লি: 'ইন্ডিয়া' (India) বাদ দিয়ে এদেশের নাম কি শুধুই 'ভারত' (Bharat) হতে চলেছে? মোদি সরকার (Modi Govt) কি এবার দেশের নামই বদলে দেবে? আর এই জল্পনার কেন্দ্রে রয়েছে রাষ্ট্রপতির আয়োজনে G20-র নৈশভোজের এই আমন্ত্রণপত্র। যেখানে লেখা রয়েছে - প্রেসিডেন্ট অফ ভারত। এরই মধ্যে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র'র একটি সোশাল পোস্ট ঘিরে জোরাল হয়েছে জল্পনা।
বিজেপি মুখপাত্র সোশাল মিডিয়ায় যে পোস্ট করেছে, সেখানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামের আগে লেখা রয়েছে- 'দ্য প্রাইম মিনিস্টার অফ ভারত'। পদ অনুযায়ী এতদিন লেখা হয়ে এসেছে- 'প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া'। কিন্তু এই নামবদলের নেপথ্যে শুরু প্রশ্ন-পাল্টা প্রশ্ন। পোস্টটিতে লেখা হয়েছে, ৭ সেপ্টেম্বর ২০ তম ASEAN-INDIA সামিটে রিপাবলিক অফ ইন্ডিয়া যাচ্ছেন 'প্রাইম মিনিস্টার অফ ভারত' নরেন্দ্র মোদি।
এই পোস্ট ঘিরে নানা জল্পনা শুরুও হয়েছে ইতিমধ্যে। এর আগে রাষ্ট্রপতির আয়োজনে G20-র নৈশভোজের আমন্ত্রণপত্রে লেখা 'প্রেসিডেন্ট অফ ভারত' নিয়েই শুরু হয়েছে জলঘোলা। সাধারণত ইংরেজির ক্ষেত্রে এতদিন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া-ই লেখা হত। শুধু তাই নয়, রাষ্ট্রপতির এক্স হ্যান্ডল হোক, কিংবা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ওয়েবসাইট। সর্বত্রই এখনও লেখা রয়েছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কিন্তু, তাহলে G20-র নৈশভোজের আমন্ত্রণপত্রে আচমকা প্রেসিডেন্ট অফ ইন ইন্ডিয়ার জায়গায় প্রেসিডেন্ট অফ ভারত কেন?
আরও পড়ুন, ‘বিবিধের মাঝে দেখ মিলন মহান’, বলেছিলেন কবি, দেশের নাম নিয়ে কী বলছে সংবিধান, আদালত...
সম্প্রতি মোদি সরকারের বিরুদ্ধে লড়াই করতে বিরোধীরা যে জোট তৈরি করেছে তার নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া। পুরো নাম - Indian National Developmental Inclusive Alliance (I.N.D.I.A). এরপর থেকেই ইন্ডিয়া নাম নিয়ে একাধিকবার আক্রমণ শানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। এই প্রেক্ষাপটে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ইন্ডিয়ার বদলে ভারতের উল্লেখ দেখে অনেকেই প্রশ্ন তুলছে, তাহলে কি দেশের নাম শুধুই ভারত করার মতো কোনও সিদ্ধান্ত নিতে চলেছে মোদি সরকার? সরকারিভাবে 'ইন্ডিয়া' নামে কি কোপ পড়তে চলেছে?
বিরোধীদের 'ইন্ডিয়া' জোটের নাম ভোঁতা করতেই কি এবার এতবড় পদক্ষেপের পথে হাঁটবেন নরেন্দ্র মোদি? এমাসের ১৮ তারিখ সংসদে বিশেষ অধিবেশন ডেকেছে মোদি সরকার। সেখানে এই সংক্রান্ত কোনও পদক্ষেপ নেওয়া হতে পারে কিনা, সেই জল্পনাও শুরু হয়েছে।