কলকাতা : এবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিজেপির রাজ্য সভাপতি (BJP State President) সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ঢাকুরিয়া আমরির (Dhakuria AMRI) আইসোলেশন কেবিনে রাখা হয়েছে তাঁকে। সুকান্ত মজুমদারের সামান্য জ্বর ও সর্দির মতো উপসর্গ রয়েছে। আরটিপিসিআর পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। তবে বিজেপির রাজ্য সভাপতির অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে বলে সূত্রের খবর।


সম্প্রতি করোনায় আক্রান্ত হন কুণাল ঘোষ (Kunal Ghosh)। ট্যুইট করে নিজেই একথা জানান তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক। যদিও ভ্যাকসিনের দুটি ডোজই হয়ে গিয়েছিল তাঁর।


তার আগে কোভিড আক্রান্ত হন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী। আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি হন অরূপ বিশ্বাস। মৃদু উপসর্গ ছিল তাঁর। সৌরভ গঙ্গোপাধ্যায় যে কেবিনে ভর্তি ছিলেন, সেখানেই ভর্তি হন অরূপ। পরে সুস্থ হয়ে ওঠেন তিনি।


ডবল ডোজ ভ্যাকসিন নেওয়ার পরেও দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। রয়েছেন হোম আইসোলেশনে। ২০২০-তে প্রথমবার করোনা আক্রান্ত হন সুজিত বসু।


আরও পড়ুন ; করোনা-আবহে নির্দেশিকা কেন্দ্রের, অন্তঃসত্ত্বা ও বিশেষভাবে সক্ষম কর্মীরা করবেন ওয়ার্ক ফ্রম হোম


এদিকে গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা সংক্রমণের রেকর্ড হয়েছে। প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে যা হয়নি, তা হয়ে গেল তৃতীয় ঢেউয়ের ধাক্কায়। দৈনিক সংক্রমণ পৌঁছে গেল ২৪ হাজার ২৮৭-এ। যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ২৮৭ জন। একদিনে এই হারে সংক্রমণ প্রথম বা দ্বিতীয় ঢেউয়েও দেখা যায়নি। প্রথম ঢেউয়ের সময়, ২২ অক্টোবর ৪ হাজার ১৫৭ ছিল সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। এখনও পর্যন্ত সর্বোচ্চ দৈনিক সংক্রমণ ছিল ২০ হাজার ৮৪৬। গত বছরের ১৪ মে, দ্বিতীয় ঢেউয়ের সময় ২০ হাজার পেরোয় দৈনিক সংক্রমণ। এবার সেই রেকর্ডই ভেঙে, মাত্র চার দিনেই বাড়ল সংক্রমণ। রাজ্যে সংক্রমণের হার ৩৩.৮৯-এ পৌঁছে গেছে। অর্থাৎ রাজ্যে প্রতি তিনজনের পরীক্ষায় একজনের ধরা পড়েছে সংক্রমণ।