মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: শুভেন্দু অধিকারীকে সরাসরি দলে যোগদানের আহ্বান জানালেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। পরিবহণমন্ত্রীকে ঘিরে অন্তহীন জল্পনার মধ্যেই বৃহস্পতিবার দুর্গাপুরের কর্মসূচি থেকে তাঁকে বিজেপিতে আমন্ত্রণ জানান তিনি।
সম্প্রতি শুভেন্দুর ছবি সহ জেলায় জেলায় পোস্টার পড়ছে। তৃণমূল নয়, দাদার অনুগামীদের নামে পোস্টার দেওয়া হচ্ছে। তৃণমূলের ব্যানার ছাড়াই একের পর এক সভা করছেন শুভেন্দু। এরই মধ্যে আজ রামনগরের সভা থেকে ফের একবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী আমাকে তাড়াননি, আমিও মন্ত্রিত্ব ছাড়িনি। এখানেই শেষ নয়, আরও ইঙ্গিতপূর্ণ কথা বলেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, মতপার্থক্য থেকে বিবাদ, আর বিবাদ থেকে বিচ্ছেদ হয়। সব মিলিয়ে শুভেন্দুকে নিয়ে জল্পনার শেষ হচ্ছে না।
এরই মধ্যে শুভেন্দুকে দলে টানতে বার্তা দিয়ে চলেছে বিজেপি। দলের নেত্রী অগ্নিমিত্রা পাল এদিন বলেন, তৃণমূলে খুন, সন্ত্রাস, নারী নির্যাতন। কীভাবে থাকবেন? শুভেন্দু আমাদের দলে চলে আসতে পারেন। পাল্টা তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারির কটাক্ষ, বিজেপিতে কি নেতা কম পড়েছে?
শুভেন্দুকে নিয়ে কার্যত দড়ি টানাটানি চলছে। কিন্তু শেষ অবধি তিনি কী করবেন? তৃণমূলে থাকবেন না দল ছেড়ে বিজেপিতে যাবেন, সেই লাখ টাকার প্রশ্নের কোনও উত্তর মিলছে না।
Suvendu Adhikary: ‘তৃণমূলে খুন, সন্ত্রাস, নারী নির্যাতন, কীভাবে থাকবেন?’ শুভেন্দুকে বিজেপিতে ডাক অগ্নিমিত্রার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Nov 2020 08:45 PM (IST)
সম্প্রতি শুভেন্দুর ছবি সহ জেলায় জেলায় পোস্টার পড়ছে। তৃণমূল নয়, দাদার অনুগামীদের নামে পোস্টার দেওয়া হচ্ছে। তৃণমূলের ব্যানার ছাড়াই একের পর এক সভা করছেন শুভেন্দু। তার মধ্যেই তাঁকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের আমন্ত্রণ।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -