শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কাউকে রেল, কাউকে ডিভিসি, আবার কাউকে অন্য কোনও কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরি দেওয়ার আশ্বাস। অভিযোগ, এভাবেই চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন কোচবিহারের ডাউয়াগুড়ির বাসিন্দা, বিজেপি কর্মী সুজিত দাস। শুক্রবার রাতে তাঁর বিরুদ্ধে কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে প্রতারিতরা। তাঁদের দাবি, ৬০-৭০ জনের থেকে প্রায় এক কোটি টাকা এভাবে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে হাতিয়ে নিয়েছেন অভিযুক্ত। এমনকী, প্রথমসারির বিজেপি নেতাদের সঙ্গে পরিচয় রয়েছে বলেও দাবি করেন অভিযুক্ত। কিন্তু টাকা দেওয়ার পর চাকরি তো মেলেইনি, উল্টে টাকা ফেরত চাইতে যাওয়ায় শুক্রবার অভিযোগকারীদের বেধড়ক মারধর করা হয়।

পুরভোটের আগে বিজেপি কর্মীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল নেতা আব্দুল জলিল আহমেদের কটাক্ষ, ‘এটাই বিজেপির চরিত্র। গ্রেফতার করা উচিত।’

বিজেপি জেলা সভানেত্রী মালতী রাভা রায়ের অবশ্য দাবি, ‘দোষী হলে পুলিশ ব্যবস্থা নেবে। আগে বিজেপি করত, এখন করে না। তৃণমূল নিজে কাটমানি নেয়, তাই এই অভিযোগ করছে।’

আর এই বিতর্কের মাঝেই অভিযুক্ত দাবি করেছেন, তিনি বিজেপি করেন বলেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। যদিও পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তবে তার পর থেকেই আর কোনও খোঁজ মিলছে না তাঁর।