নিউ দিল্লি : করোনা অতিমারি পরিস্থিতিতে ত্রাণ বিলি করছেন দলের নেতা-কর্মীরা। অন্যদিকে কোয়ারেন্টিনে গিয়েছেন বিরোধীরা। এভাবেই বিরোধীদের একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।


কেন্দ্রে মোদি সরকারের সাত বছর পূর্তি উপলক্ষে দলীয় কর্মীদের উদ্দেশে ভার্চুয়ালি বক্তব্য রাখছিলেন নাড্ডা। সেখানে তিনি বলেন, বিরোধীরা ভীষণভাবে চেষ্টা করেছিল কেন্দ্রীয় সরকারের মনোবল ভেঙে দেওয়ার। সরকার পরিচালনা নিয়ে প্রশ্নও তুলেছিল। এখন ওরা ভ্যাকসিনের জন্য চিৎকার করছে। যারা এই ভ্যাকসিন নিয়ে দ্বিধায় ছিল, তারাই আজ একই কারণে চিৎকার চেঁচামিচি করছে।


বিরোধীদের "বাধা" বলে উল্লেখ করে নাড্ডা বলেন, ওরা হোম কোয়ারেন্টিনে চলে গিয়েছে। বিরোধীদের আর কোথাও দেখা যাচ্ছে না। শুধুমাত্র টিভি প্যানেল আর ট্যুইটারে দেখা যাচ্ছে। অথচ বিজেপি কর্মীরা এই অতিমারি পরিস্থিতিতেও মানুষের পাশে দাঁড়িয়েছে। বিরোধীদের ভার্চুয়াল সাংবাদিক বৈঠক ছাড়া কোথাও হদিশ মিলছে না।


এপ্রসঙ্গে নাডা জানান, মোদি সরকারের সাত বছর পূর্তি উপলক্ষে বিজেপি কর্মীরা এক লক্ষ গ্রামে যারা অভাবি তাদের সাহায্য করছেন। দলের সব সাংসদ, মন্ত্রী এবং বিধায়করা কোভিড প্রোটোকল ও লকডাউনের গাইডলাইন মেনে অন্তত দুটি করে গ্রামে মানুষের সেবা করবেন। এই সাত বছর পূর্তিকে আমরা "সেবা দিবস" হিসাবে উদযাপন করছি। এছাড়া বিজেপি কর্মীরা ৫০ লক্ষ ইউনিট রক্ত দান করবেন। দেশের বিভিন্ন প্রান্তে দলীয় কর্মীরা খাবার ও অক্সিজেন কনসেনট্রেটর বিলি করছেন।


এর আগে মোদি সরকারের সাত বছর পূর্তি উপলক্ষে দল ক্ষমতায় আছে এমন রাজ্যগুলিতে কোভিডের জেরে অনাথদের কল্যাণে কর্মসূচি গ্রহণের কথা বলেছিলেন জেপি নাড্ডা। তিনি জানিয়েছিলেন, এই মর্মে বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি পাঠানো হয়েছে। তাতে তিনি লেখেন, এই অতিমারি পরিস্থিতিতে সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে কোনও অনুষ্ঠান করা হবে না। পরিবর্তে বিজেপিকে সেবার সুযোগ দেওয়ার জন্য মানুষের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করা হবে। কোভিডে বহু শিশু তাদের বাবা-মাকে হারিয়েছে। এই অনাথদের ভবিষ্যতের যত্ন নেওয়া এখন আমাদের দায়িত্ব।  প্রসঙ্গত, লকডাউনের কারণে বিভিন্ন বিধিনিষেধ এবং করোনার সার্বিক পরিস্থিতির কারণে গত বছরও মোদি সরকারের বর্ষপূর্তি উপলক্ষে বড় কোনও অনুষ্ঠানের আয়োজন করেনি বিজেপি।