গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: তৃণমূল নেতার উদ্যোগে বীরভূমের সাঁইথিয়ায় ঘরে ফিরলেন বিজেপির ঘড়ছাড়ারা। আর গ্রামে ফিরেই তুলে নিলেন তৃণমূলের পতাকা। উন্নয়নে সামিল হতেই দলবদল, দাবি তৃণমূলের। এভাবে ভয় দেখিয়ে রোখা যাবে না বলে পাল্টা হুঁশিয়ারি বিজেপির।
ভোটের ফল বেরোনোর আগে পর্যন্ত বিজেপি সমর্থক ছিলেন।ফল বেরোতেই ঘরছাড়া হতে হয়েছিল। এবার তৃণমূল নেতার উদ্যোগেই ঘরে ফিরলেন।বদলে ফেললেন দল।
বিজেপি থেকে এবার তৃণমূল।শুক্রবার এই ছবি দেখা গেল, সাঁইথিয়ার কোমা গ্রাম পঞ্চায়েতের জানুরি গ্রামে।
এবারের বিধানসভা ভোটে বীরভূমের ১১টি আসনের মধ্যে শুধুমাত্র দুবরাজপুর আসনটিতে জিতেছে বিজেপি। বাকি ১০টি আসনেই গিয়েছে অনুব্রত মণ্ডলের দখলে। এই পরিস্থিতিতে ভোটের ফল বেরনোর পর থেকেই ঘরছাড়া ছিলেন, কোমা গ্রামের প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক। কেউ আত্মীয়দের বাড়িতে, কেউ অন্য জায়গায়।
অবশেষে শুক্রবার তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি বলরাম বাগদির উদ্যোগে ঘরছাড়া বিজেপি সমর্থকরা গ্রামে ফেরেন। এদিনই তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেয় স্থানীয় নেতৃত্ব। করানো হয় মুখ মিষ্টি। তৃণমূলে যোগদানকারীদের একজন বললেন, আমরা বিজেপি করতাম। আমরা গ্রমছাড়া ছিলাম। বলরাম বাগদি ঘরে ফেরার ব্যবস্থা করে দিয়েছে। খুব খুশি। এখন থেকে তৃণমূল কংগ্রেস করব।
বলরাম বলেছেন, এরা বিজেপি করত। গ্রামছাড়া হয়ে গিয়েছিল। এরপর উন্নয়নে সামিল হতে চেয়েছে। তাই গ্রামে ফিরিয়েছি। থাকার ব্যবস্থা করে দিয়েছি।
যদিও জেলা বিজেপি সভাপতির দাবি, দীর্ঘদিন ধরেই আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছে তৃণমূল। এখন ভয় দেখিয়ে বিজেপির কর্মী সমর্থকদের তৃণমূলে যোগদান করানো হচ্ছে। এভাবে বিজেপিকে আটকানো যাবে না।
এবারের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে এসেছে তৃণমূল কংগ্রেস। ভোটের ফল বেরোনার পর তাদের কর্মী-সমর্থকদের ওপর অত্যাচারের অভিযোগ তুলেছে বিজেপি। এই নিয়ে তৃণমূল ও বিজেপির বাকযুদ্ধ চরমে উঠেছে। কেন্দ্র সরকারের পক্ষ থেকেও অভিযোগ খতিয়ে দেখতে প্রতিনিধি দল পাঠানো হয়।