কলকাতা : ১৬ অগাস্ট শাসকশিবির রাজ্যজুড়ে পালন করবে "খেলা দিবস"। তার আগেই রাজ্যজুড়ে আন্দোলনের কর্মসূচি বিজেপি যুবমোর্চার। ৯ অগাস্ট থেকে ১৬ অগাস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গজুড়ে পালিত হবে পশ্চিমবঙ্গ বাঁচাও সপ্তাহ। আজ হেস্টিংসে বিজেপি যুব মোর্চার বৈঠকে এনিয়ে আলোচনা হয়। এই আন্দোলনের দায়িত্ব দেওয়া হয়েছে যুবমোর্চার কাঁধে। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। বৈঠক দিলীপের উপস্থিতিতে ক্ষমা চেয়ে নেন সাংসদ সৌমিত্র খাঁ।
সোশাল মিডিয়ায় দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায় ক্ষমা চান সৌমিত্র। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় দলবিরোধী কথাবার্তা বলেছিলাম। যেগুলো বলা আমার ঠিক হয়নি। ভুল হয়েছে। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু, এটাও সত্যি যে এখন থেকে সর্বোচ্চ দিয়ে যুবমোর্চা করব। আন্দোলন গড়ে তুলব। অগাস্ট মাসে মানুষ দেখবে আন্দোলন কাকে বলে।
প্রসঙ্গত, গত ৭ জুলাই ফেসবুক পোস্টে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিশানা করেন সৌমিত্র খাঁ। ফেসবুকে পোস্ট করে সৌমিত্র বলেছিলেন, আমি কখনও ঘরের লোকের জন্য কিছু চাইনি। যা ভুল হবে, তা সবসময় তুলে ধরব। কখনও স্বার্থ নিয়ে তৃণমূল করিনি, বিজেপিতেও নিঃস্বার্থভাবে কাজ করছি। আমি নিজের স্বার্থে বিজেপিতে যোগদান করিনি। বিজেপি হিসেবে জীবন দিয়ে লড়ব। নাম না করে শুভেন্দু অধিকারীর উদ্দেশে তিনি বলেন, “বিরোধী দলনেতাকে বলব আয়নাতে মুখ দেখতে। কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল বোঝাবেন না। এতে আমরা সবাই মর্মাহত।“ একইসঙ্গে কটাক্ষ করেন দিলীপ ঘোষকে। বলেন, "আমাদের দলের সভাপতি অর্ধেকটা বোঝেন, অর্ধেকটা বোঝেন না।" এই মন্তব্যের জন্য এবার ক্ষমা চেয়ে নিলেন সৌমিত্র।
এদিকে ১৬ অগাস্ট রাজ্যে "খেলা দিবস" পালিত হবে বলে ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি জানান, ওইদিন গ্রামে-গঞ্জে, বিভিন্ন ক্লাবকে ১ লক্ষ ফুটবল দেওয়া হবে যুব ও ক্রীড়া বিভাগ থেকে। আইএএফ-এরও প্রায় ২০০ ক্লাব আছে। সম্প্রতি বিধানসভায় জবাবি ভাষণে রাজ্যে খেলা হবে দিবস পালন হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন পর্বে তৃণমূলের অন্যতম স্লোগান ছিল "খেলা হবে"।