কলকাতা: আজ সকালে বিস্ফোরণে উড়ে গেল বেলেঘাটার একটি ক্লাব। ক্লাবের দেওয়াল ভেঙে গিয়েছে, উড়ে গিয়েছে অ্যাসবেস্টসের ছাদ। কীভাবে বিস্ফোরণ হল তা এখনও পরিষ্কার নয়। ঘটনাস্থলে এসেছে স্নিফার ডগ, বম্ব ডিসপোজাল স্কোয়াড।
সকাল সাড়ে ৬টা নাগাদ গাঁধী ভবনের ঢিল ছোড়া দূরত্বে ওই ক্লাবের তিনতলার ঘরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের তীব্রতায় ঘরের দেওয়াল ভেঙে যায়। প্রায় ৪০ ফুট দূরে ছিটকে পড়ে ইটের টুকরো। উড়ে যায় অ্যাসবেস্টসের ছাদ। বিস্ফোরণের পর আগুন লেগে যাওয়ায় তা নিভিয়ে ফেলা হয়। ক্লাবের এক সদস্যের দাবি, রাতে দুই দুষ্কৃতী মোটরবাইকে চড়ে এসে বোমা ছুড়ে পালিয়ে যায়। ক্লাবঘরে বোমা মজুত করা ছিল, নাকি বোমা বাঁধার কাজ চলছিল, তা খতিয়ে দেখছে বেলেঘাটা থানার পুলিশ। এদিন ঘটনাস্থলে যান ডিসি ইএসডি অজয় প্রসাদ।
সাতসকালে বিস্ফোরণ, উড়ে গেল বেলেঘাটার ক্লাবঘরের ছাদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Oct 2020 08:27 AM (IST)
বিস্ফোরণের তীব্রতায় ঘরের দেওয়াল ভেঙে যায়। প্রায় ৪০ ফুট দূরে ছিটকে পড়ে ইটের টুকরো।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -