মুম্বই: সারা দেশে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সবথেকে বেশি করোনা ছড়িয়েছে মহারাষ্ট্রে। এই পরিস্থিতিতে বৃহন মুম্বই পুরসভার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, জাতি-ধর্ম নির্বিশেষে করোনায় মৃতদের দাহ করা হোক। পরে এই নির্দেশ তুলেও নিল তারা। সূত্রের খবর, মহারাষ্ট্র সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী নবাব মালিকের আপত্তিতেই এই নির্দেশে পরিবর্তন আনা হয়।
আগে এই নির্দেশিকায় বলা হয়, করোনায় মৃতদের কবর দেওয়া হবে না। শেষকৃত্যে ৫ এর বেশি লোকও উপস্থিত থাকবে না।
করোনা সংক্রমণ রোধ করতেই এই পদক্ষেপ নিয়েছিল রাজ্য সরকার। বৃহন মুম্বই পুরসভার কমিশনার প্রবীণ পরদেশী আগে বলেছিলেন, করোনায় মৃতদের নিকটবর্তী শ্মশানে দাহ করা হোক। তা সে যে জাত-ধর্মেরই হোক না কেন!
এই প্লাস্টিক ব্যাগে মুড়িয়ে কবর দেওয়ার পদ্ধতিতে দেহে পচন ধরতে বেশি সময় লাগে। তাই রোগ আবার ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকেই যায়। এই যুক্তিতেই আগে করোনা-মৃতদেহ দাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সেখানে আরও বলা হয়, যদি কোনও পরিবার দেহ কবর দিতে চান, তাহলে প্রশাসনের অনুমতি নিয়ে মুম্বই দায়রার বাইরে কোনও কবরস্থানে সমস্তরকম নিয়ম-কানুন মেনে, সতর্কতা মেনে তা করতে হবে। সেক্ষেত্র দেহ নিয়ে যাওয়ার যানের ব্যবস্থাও মৃতের পরিজনদেরই করতে হবে।
তবে এর কিছুক্ষণ পরই ওই নির্দেশিকা তুলে নেওয়া হয়েছে বলে ট্যুইট করেন নবাব মালিক। তিনি জানান, এই প্রবীণ পরদেশীর সঙ্গে তাঁর এই বিষয়ে কথা হয়েছে। ওই নির্দেশিকা প্রত্যাহার করা হবে।
এরপর বিএমসি-র তরফে জানানো হয়, মুম্বইতেই করোনা-মৃতদেহ কবর দেওয়া যাবে। কবরস্থানগুলি যথেষ্টই বড়। সেখানে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেই এই কাজ হবে।