করাচি: পাকিস্তানের উঠতি ক্রিকেটার হিসেবে ইতিমধ্যেই নজর কেড়েছেন হায়দার আলি। এমনকি ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজমের সঙ্গেও তাঁর তুলনা কোন কোনও মহলে শুরু হয়ে গিয়েছে।  হায়দর অবশ্য ভারতের সীমিত ওভারের দলের সহ অধিনায়ক রোহিত শর্মাকেই তাঁর আদর্শ ক্রিকেটার হিসেবে মনে করেন। ভবিষ্যতে ভারতীয় দলের ওপেনারের মতোই ব্যাট করতে চান তিনি।


ক্রিকেট পাকিস্তানের একটি ভিডিওতে হায়দর বলেছেন, আমার আইডল রোহিত শর্মা। সবচেয়ে ভালো ব্যাপার হল তাঁর স্ট্রাইক রেট। আমি ওঁর মতো ব্যাট করতে চাই।

করোনাভাইরাসের জেরে টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ার আগে ডানহাতি ব্যাটসম্যান হায়দর পোশোয়ার জুলমি-র হয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ৯ ম্যাচে ২৩৯ রান করে নজর কাড়েন।  তাঁর আগ্রাসী ব্যাটিং স্টাইল ও স্ট্রোক খেলার পারদর্শিতা তারিফ আদায় করে নিয়েছে বিশেষজ্ঞদের। এরমধ্যে প্রাক্তন পাক ব্যাটসম্যান রামিজ রাজা তো তাঁকে কোহলি ও আজমের মতো প্রতিভাবান বলেও মন্তব্য করেন।

রাজা ইউটিউবে বলেছেন, ১৯ বছরের হায়দরের প্রচুর প্রতিভা রয়েছে। পিএসএলের প্রথম মরশুমেই প্রভাব ফেলেছে। তবে ওকে ওর পারফরম্যান্সে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তিন নম্বর পজিশনটাই ওর ব্যাটিংয়ের পক্ষে আদর্শ।

রাজার পরামর্শ, হায়দরের উচিত কোহলি ও বাবরের দৃষ্টিভঙ্গি অনুসরণ করে চলা। ওদের এত বেশি প্রতিভা যে, ওদেরকে ব্যাটিংয়ের সময় নতুন কিছু করতে হয় না। চিরাচরিত শটেই ওরা ভরসা রাখে।  হায়দরেরও প্রতিভা রয়েছে। সেজন্য ওকে নিজের খেলা উন্নত করার লক্ষ্যে কাজ করতে হবে এবং লম্বা ইনিংস খেলতে হবে।