শ্রীনগর: পরিবারের হাতে দেওয়া হবে না এনকাউন্টারে নিহত রিয়াজ নাইকু, তার সঙ্গীদের দেহ। অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে তাদের দেহ কবর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বুধবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হিজবুল মুজাহিদিনের শীর্ষ সন্ত্রাসবাদীর দেহ পরিবার-পরিজনদের দেওয়া হবে না তাদের নিয়ে স্থানীয় জনতার আবেগ উস্কে জঙ্গিদের ফায়দা তোলার সুযোগ না দিতে, এমনটাই জানা গিয়েছে। অতীতে দেখা গিয়েছে, কোনও প্রথম সারির সন্ত্রাসবাদী নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হওয়ার পর তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার পর শেষকৃত্যের সময় ভিড় উপচে পড়ে, রীতিমতো দেহ নিয়ে শোকমিছিল বেরয়, তাকে গৌরবান্বিত করার পাশাপাশি ভারত-বিরোধী স্লোগান ওঠে। জঙ্গিরা এর ফায়দা তোলে। এবার তাদের সেই সুযোগ দিতে নারাজ সরকার। কোথায় নাইকু, তার সঙ্গীদের কবর দেওয়া হবে, তা কাকপক্ষীও টের পাবে না, এমন বন্দোবস্তই করছে প্রশাসন।
শুধু নাইকু বলে নয়, বেশ কিছুদিন ধরেই বড় অঙ্কের মাথার দাম ঘোষণা হয়েছে, এমন জঙ্গিদের ক্ষেত্রে এই নিয়মই মানা হচ্ছে। নাইকুর মাথার দাম ছিল ১২ লক্ষ টাকা।
নাইকুর মৃত্যুর পর জঙ্গিদের মদতে স্থানীয় মানুষের প্রতিবাদ-বিক্ষোভের সম্ভাবনা এড়াতে কাশ্মীরে মোবাইল ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। গতকালের এনকাউন্টারে একজনও নিরাপত্তাকর্মীর আঘাত লাগেনি। তবে আশপাশের গ্রাম থেকে বাহিনীর দিকে পাথর ছোঁড়া হয়।
তবে নাইকুদের দেহ পরিবারের হাতে তুলে না দেওয়ার আরেকটা কারণ, শেষকৃত্যের সময় প্রচুর লোক জড়ো হলে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকবে, তা হতে দিতে চায় না প্রশাসন।
পরিবারের হাতে দেওয়া হবে না হিজবুল জঙ্গি নাইকু, সঙ্গীদের দেহ, অজ্ঞাত স্থানে কবর দেওয়ার সিদ্ধান্ত প্রশাসনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 May 2020 11:21 AM (IST)
তবে নাইকুদের দেহ পরিবারের হাতে তুলে না দেওয়ার আরেকটা কারণ, শেষকৃত্যের সময় প্রচুর লোক জড়ো হলে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকবে, তা হতে দিতে চায় না প্রশাসন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -