কলকাতা: 'ময়নাতদন্ত করতে না হলে পরিবারকে দিয়ে দিতে হবে করোনায় মৃতের দেহ। দেহকে স্যানিটাইজ করে পরিবারকে দিতে হবে। যথাযোগ্য সতর্কতা নিয়েই দেহ হস্তান্তর করতে হবে। হাসপাতাল থেকে দেহ নিয়ে যাওয়া হবে শেষকৃত্যের জন্য।' নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।


এদিকে, করোনায় মৃতদের চিতাভস্ম পরিবারকে দিতে উদ্যোগ কলকাতা পুরসভার। শ্মশানে সাব রেজিস্ট্রারের ঘরেই মিলবে চিতাভস্ম। আবেদন করলে চিতাভস্ম পাবে মৃতের পরিবার। এমনই সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা।

স্যানিটাইজ করে চিতাভস্ম রেখে দেবে পুরসভা। চিতাভস্ম পেতে লাগবে না কোনও টাকা।