কলকাতা: নিউটাউনে আইনজীবী খুনে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড। আইনজীবী রজত দে খুনে স্ত্রী অনিন্দিতার যাবজ্জীবন। সোমবার অনিন্দিতাকে দোষী সাব্যস্ত করে বারাসাত আদালত।


প্রাথমিকভাবে ছিল না খুনের প্রত্যক্ষ কোনও তথ্য-প্রমাণ! ভরসা বলতে ছিল শুধুই ইলেকট্রনিক ও ডিজিটাল এভিডেন্স। সোমবার সেই তথ্য-প্রমাণেই আস্থা রেখে নিউটাউনে আইনজীবী রজত দে খুনের ঘটনায় স্ত্রীকে দোষী সাব্যস্ত করে আদালত।


খুন ও তথ্যপ্রমাণ লোপাটের ধারায় দোষী সাব্যস্ত হয় অনিন্দিতা পাল। সরকারি আইনজীবীর মতে, এই মামলায় ডিজিটাল তথ্য-প্রমাণ, যেমন ফেসবুক বা হোয়াটসঅ্যাপের চ্যাট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।


মামলার শুনানিতে আদালতে পুলিশ দাবি করে, কীভাবে খুন করলে তথ্য-প্রমাণ থাকে না, তা গুগলে সার্চ করেছিলেন অনিন্দিতা। এই সব তথ্য প্রমাণের ভিত্তিতেই সোমবার নিহত আইনজীবীর স্ত্রীকে বারাসাত আদালতের বিচারক দোষী সাব্যস্ত করেন।