বীরেশ পাণ্ডে, লখনউ: কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার যুবকের দেহ। লখনউয়ে কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রীর বাড়িতে খুনের ঘটনা! কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কৌশল কিশোরের বাড়িতে যুবক খুন। মৃত যুবকের নাম বিনয় শ্রীবাস্তব। মৃত যুবক কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের বন্ধু। কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রীর বাড়ি থেকে গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। এই ঘটনায় পুলিশ ৩ জনকে পাকড়াও করেছে। সূত্রের খবর, রাতের বেলায় এই ঘটনা ঘটেছে। তখন মন্ত্রীর বাড়িতে পার্টি চলছিল বলে খবর। যিনি মারা গিয়েছেন, তিনি এবং যাঁদের ধরা হয়েছে তাঁরা একইসঙ্গে ছিলেন বলে খবর।


কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোরের ছেলে বিকাশ কিশোর। যে আগ্নেয়াস্ত্রের কথা বলা হচ্ছে, সেটা তারই ছেলের বলে জানিয়েছেন মন্ত্রী, খবর এমনটাই। কিন্তু তিনি জানিয়েছেন তাঁর ছেলে বিকাশ ওই সময় এই এলাকাতেই ছিলেন না। বিকেল ৪টা বেজে ৫০ মিনিটে দিল্লি চলে গিয়েছিলেন বিকাশ, দাবি মন্ত্রীর। বিকাশের মা জয়া দেবী বিজেপিরই বিধায়ক। তিনি অসুস্থ, দিল্লির হাসপাতালে ভর্তি, তাঁকে দেখার জন্যই দিল্লি গিয়েছেন বিকাশ কিশোর, দাবি তাঁর বাবার। 


সঙ্গের আগ্নেয়াস্ত্র কেন নিয়ে যাননি? মন্ত্রী কৌশল কিশোর জানাচ্ছেন, বিকাশের পিস্তলের লাইসেন্স উত্তরপ্রদেশের। ওই রাজ্যেই এই পিস্তল সঙ্গে রাখা যায়। এমনিতেই বিকাশ দিল্লি গিয়েছে বিমানে করে। তাছাড়া উত্তরপ্রদেশের লাইসেন্স নিয়ে দিল্লি যাওয়া যাবে না, সেই কারণেই বিকাশ রেখে গিয়েছিলেন পিস্তল, জানিয়েছেন মন্ত্রী। 


এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, বিনয় শ্রীবাস্তব বিকাশের ছোটবেলার বন্ধু, খুবই ঘনিষ্ঠ। প্রায়শই বিকাশের সঙ্গে ওই বাড়িতে আসতেন বলে জানা গিয়েছে প্রত্যক্ষদর্শীদের তরফে। আড্ডা হতো, অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল বলে দাবি এলাকার বাসিন্দাদের। স্থানীয়দের একাংশের দাবি, বিকাশ ও বিনয়ের মধ্যে ব্য়বসায়িক সম্পর্কও ছিল। দুজনে একসঙ্গে ঠিকাদারি করতেন। এর আগে দুজনের মধ্যে ঝামেলা হয়েছিল বলে সূত্রের খবর। সেই বার ওই ঝামেলা খোদ কৌশল কিশোরকে মেটাতে হয়েছিল। জানা গিয়েছে, ঘটনার সময় বিনয়ের  সঙ্গে যাঁরা ছিলেন তাঁরা সকলেই বিকাশের ঘনিষ্ঠ। সূত্রের খবর, ওই সময় ওই বাড়িতে কোনও রকম পার্টি চলছিল। পুলিশ যখন আসে তখন ঘরের এসিও চলছিল বলে সূত্রের খবর।  


এদিকে মৃতের ভাই বিকাশের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন। যড়যন্ত্র করেই তাঁর ভাইকে খুন করা হয়েছে বলে দাবি করেছেন ওই ব্যক্তি। অন্যদিকে দ্রুত এই তদন্তের ফয়সালা চেয়েছেন মন্ত্রী। তাঁর দাবি, বিনয় তাঁর ছেলের মতোই, এরা সকলেই সবসময় একসঙ্গে থাকত। যিনি অপরাধী তাঁর যেন দ্রুত শাস্তি হয় বলে আবেদন করেছেন তিনি। মন্ত্রী কৌশল কিশোর জানিয়েছেন, পুলিশের হাতে যাবতীয় সিসিটিভি ফুটেজ তুলে দেওয়া হয়েছে। কীভাবে এমন ঘটনা ঘটল, কীভাবে অস্ত্র হাতে এল এসবই তদন্তে উঠে আসবে বলে তাঁর ধারণা।


আরও পড়ুন: প্রথম সৌর অভিযানের আগে মন্দিরে বিজ্ঞানীরা, সঙ্গী মিনিয়েচার Aditya L1