কুড্ডালোর: তামিলনাড়ুর নেভেলিতে এনএলসি ইন্ডিয়া লিমিটেডের তাপ বিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণে ৮ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে সংস্থা মনে করছে, অতিরিক্ত উত্তাপ ও উচ্চ চাপের ফলেই এমন ঘটেছে।


আহতদের মধ্যে ২ জন স্থায়ী শ্রমিক, বাকিরা চুক্তিভিত্তিক কাজ করতেন। এনএলসিআইএল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ত্রিচির হাসপাতালে পাঠানো হয়েছে। ২ জন চুক্তিভিত্তিক শ্রমিকের শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছে, তাঁদের অবস্থা গুরুতর।

বিস্ফোরণের কারণ জানতে বিশেষজ্ঞদের কমিটি গঠন করেছে কোম্পানি। এই প্ল্যান্টেরই কনভেয়ার বেল্টে দিনদুয়েক আগে আগুন লেগে যায়।