সত্যিই কি সলমনকে বিয়ে করতে চান? ইউলিয়া বলছেন...
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 May 2020 07:55 AM (IST)
সলমনকে ভালবাসেন? উত্তরে ইউলিয়া বলেছেন, অবশ্যই, কে এই সব গুণ ভালবাসে না! আমরা সকলেই ভাল মানুষকে ভালবাসি। তাঁদের অনুসরণ করি, তাঁদের মত হতে চাই।
মুম্বই: ইউলিয়া ভান্তুর রোমানিয়া থেকে ভারতে এসেছিলেন ভাগ্য অন্বেষণে। কিন্তু ইউলিয়া খবরে থাকেন সলমন খানের সঙ্গে কথিত প্রেমের জন্য। শেষ তাঁকে দেখা গিয়েছে মণীশ পালের সঙ্গে হারজাই ভিডিওতে। গানটিতে গলা মেলান ইউলিয়াও। এই লকডাউনে তিনি রয়েছেন সলমনের পানভেলের খামারবাড়িতে। সঙ্গে সলমন ও আরও কয়েকজন। তারই মধ্যে ইউলিয়া জানালেন তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা। এক অনুরাগী ইনস্টাগ্রাম লাইভে মন্তব্য করেন, ইউলিয়ার উচিত তাড়াতাড়ি সলমনকে বিয়ে করে ফেলা। তাতে তিনি বলেছেন, তাঁর কাছে বিয়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ পারস্পরিক অনুভূতি। অন্য সব কিছুর থেকে বেশি দরকারি এক সঙ্গে সময় কাটানো। এক সময় তাঁকে এই প্রশ্ন বারবার করা হত। বাবা মাও জিজ্ঞেস করতেন, কবে বিয়ে করছ? তিনি তখন মাকে প্রশ্ন করেন, তুমি আমাকে খুশি দেখতে চাও না বিবাহিত দেখতে চাও? কারণ স্রেফ বিয়ের জন্য বিয়ে করা তো যে কোনও সময় করা যায়। বিয়ে করা আর আনন্দে থাকা দুটো আলাদা জিনিস। তারপর থেকে আর কেউ তাঁকে এ নিয়ে প্রশ্ন করেননি। তাই তাঁর কাছে বিয়ের থেকে প্রয়োজনীয় কারও সঙ্গে খুশি থাকা, সময় কাটানো আর ভাল সম্পর্ক রাখা। বেশ কয়েক বছর ধরে সলমনকে চেনেন ইউলিয়া। তাঁর সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, ওঁর মত কাউকে আমি দেখিনি। ওঁর ব্যক্তিত্বই আলাদা। আগে ভাবতাম, কেন লোকে ওঁকে এত ভালবাসে। এর কারণ সলমনের হৃদয়, তাঁর দয়া, মানুষের ভালর জন্য চিন্তা করা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এত স্বার্থহীনভাবে উনি সব কিছু করেন। কোনও স্বার্থ নেই, শুধু সাহায্যের জন্য। এত সাধারণ আর মাটির মানুষ বলেই মানুষ তাঁর সঙ্গে নিজেকে এক করে ফেলে। সলমনকে ভালবাসেন? উত্তরে ইউলিয়া বলেছেন, অবশ্যই, কে এই সব গুণ ভালবাসে না! আমরা সকলেই ভাল মানুষকে ভালবাসি। তাঁদের অনুসরণ করি, তাঁদের মত হতে চাই।