জোহানেসবার্গ: করোনাভাইরাসে আক্রান্ত দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার সোলো এনকেনি। গত জুলাই মাস থেকে বিরল গিলান-বার সিন্ড্রোম (জিবিএস)-এর বিরুদ্ধে লড়াই চালাচ্ছিলেন এই ক্রিকেটার। এনকেনি হলেন বিশ্বের তৃতীয় ক্রিকেটার যিনি এই বিরল রোগে আক্রান্ত হয়েছেন। এর আগে পাকিস্তানের জাফর সরফরাজ ও স্কটল্যান্ডের মাজিদ হক-- এই দুই ক্রিকেটার গিলান-বার সিন্ড্রোমের শিকার হয়েছিলেন।


ট্যুইটারে কোভিড-১৯ সংক্রমণের কথা নিজেই স্বীকার করেন এনকেনি। তরুণ অল-রাউন্ডার বলেন, গত বছর আমার জিবিএস ধরা পড়ল। গত ১০ মাস ধরে আমি ওই রোগের বিরুদ্ধে লড়াই চালাচ্ছি। এখনও পর্যন্ত আরোগ্যের অর্ধেক রাস্তা অতিক্রম করেছি মাত্র। তার মধ্যেই, আমার যক্ষ্মা ধরা পড়ল। আমার লিভার ও কিডনি বিকল হল। এখন কোভিড পজিটিভ। আমি বুঝতে পারছি না, আমার সাথেই কেন এমনটা হচ্ছে।





গত বছর জুলাই মাসে, স্কটল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলার সময় এনকেনির জিবিএস ধরা পড়ে। এটি একটি বিরল রোগ। এর ফলে, শরীরে রোগ-প্রতিরোধ প্রক্রিয়ার মধ্যে একটি গুরুতর বিকার দেখা দেয়। কারণ এই প্রক্রিয়া শরীরের স্নায়ুতন্ত্রকেই আক্রমণ করে বসে।


গত ফেব্রুয়ারি মাসে সোলো এনকেনির চিকিৎসার জন্য দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা ৫০ হাজার র‌্যান্ড অনুদান দিয়েছিলেন। ২০১২ থেকে পূর্ব প্রদেশের হয়ে ৩৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন এনকেনি। এছাড়া, দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৯টি একদিনের ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনটে ম্যাচ ছিল ২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের।