কলকাতা: স্ত্রীকে ‘সেকেন্ড হ্যান্ড’ বলার অপরাধে ৩ কোটি টাকার জরিমানা করল বোম্বে হাইকোর্ট। সম্প্রতি এক ব্যক্তি নিম্ন আদালতের একটি আর রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টে মামলা করেন। কিন্তু সেই মামলার শুনানিতে নিম্ন আদালতের পক্ষেই রায় দিয়েছেন মাননীয় বিচারপতি শর্মিলা দেশমুখ। স্ত্রীকে কুরুচিকর মন্তব্যের অপরাধে ৩ কোটি টাকার জরিমানা করা হয়েছে ওই ব্যক্তিকে। এর পাশাপাশি স্ত্রীকে প্রতি মাসে দেড় লক্ষ টাকা করে খোরপোশ দিতে নির্দেশ দিয়েছে বোম্বে হাইকোর্ট।
কুরুচিকর মন্তব্যের পাশাপাশি গার্হস্থ্য হিংসার অভিযোগ
দীর্ঘ দিন ধরে গার্হস্থ্য হিংসার শিকার হয়েছেন ওই মহিলা। ১৯৯৪ সালে তাদের বিবাহ হয়। এর আগে মহিলার একটি সম্পর্ক ভেঙে যায়। তার পরিপ্রেক্ষিতেই মহিলাকে মধুচন্দ্রিমার দিন কুরুচিকর মন্তব্য করেন তাঁর স্বামী। ঘটনা শুধু এখানেই থেমে ছিল তা নয়। এর পর মাতুঙ্গাতে একটি বাড়িতে থাকতে শুরু করেন দুজন। ঘটনাচক্রে বাড়িটি ছিল দুজনের যৌথ সম্পত্তি। তা সত্ত্বেও দীর্ঘ দিন সেখানে অকথ্য অত্যাচারের শিকার হন ওই মহিলা।
স্ত্রীকে নিয়ে আমেরিকায় পাড়ি দেন স্বামী
স্ত্রীকে নিয়ে পরে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন স্বামী। সেখানে তাদের বিয়ে উপলক্ষে একটি সামাজিক উৎসব পালন করা হয়েছিল। এর পর সেখানেই সেটল করে যান দুজনে। কিন্তু অত্যাচার থামেনি বলেই অভিযোগ ওই মহিলার। অভিযোগ,পরিস্থিতি এতটাই গুরুতর হয় যে একদিন মার্কিন পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিলেন তাঁর স্বামী। কিন্তু স্বভাবে বদল আসেনি। এর পর দেশে ফিরে আসেন দুজনেই। তখন থেকে আলাদা থাকতে শুরু করেন দুজনে। ২০০৫ সালে দেশ ফিরে এক বাড়িতে থাকার সময় তার উপর অত্যাচার চালানো হত। ২০০৮ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন মহিলা।
ডিভোর্স ও গার্হস্থ্য হিংসার মামলা দায়ের
২০১৪ সালে ফের আমেরিকা ফিরে যান ওই ব্যক্তি। এর তিন বছর পর ২০১৭ সালে ডিভোর্সের মামলা দায়ের করেন তিনি। এই সময় ওই মহিলাও তার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা দায়ের করেন। সেই সেই মামলার ভিত্তিতেই নিম্ন আদালতে এই রায় দেওয়া হয়েছিল। তবে রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যান ওই ব্যক্তি। সেখানেও এই দিন তাঁর আবেদন খারিজ করা হয়েছে।
আরও পড়ুন - Rain Tax: বৃষ্টির জন্যও এবার মোটা অঙ্কের কর ! কাদের গুণতে হবে ? কেন ?