কলকাতা: বৃষ্টির জন্যও এবার গুণতে হবে কর। বৃষ্টি কর (Rain Tax) বা রেন ট্যাক্স চালু করার কথা এবার ভাবতে শুরু করেছে আমেরিকান দেশ কানাডা। কানাডার টরোন্টো শহরে পরের মাস থেকে রেন ট্যাক্স নেওয়ার তোড়জোড় শুরু হচ্ছে। এর জন্য জরুরি বৈঠকও সারছে শহর প্রশাসন। পাশাপাশি শহরবাসীদের মতামত জেনে নেওয়া হচ্ছে সমীক্ষার মাধ্যমে। ৩০ এপ্রিল পর্যন্ত এই সমীক্ষা চালাবে বলে জানিয়েছে কানাডার টরোন্টো প্রশাসন। কিন্তু এমনি এমনি বৃষ্টি কর নেওয়া হচ্ছে না। বরং তার বেশ কিছু কারণ আছে বলেই জানিয়েছে শহর প্রশাসন। তার আগে জেনে নেওয়া যাক, বৃষ্টি কর ব্যাপারটা আদতে কী ?
বৃষ্টি কর ব্যাপারটা আদতে কী ?
কানাডা প্রশাসনের (Rain Tax In Canada) তরফে জানানো হয়েছে এর অর্থ। বৃষ্টি বলতে বৃষ্টি ও বরফ দুটোকেই বোঝানো হয়েছে। শহর বরফে ঢেকে গেলে বা প্রাকৃতিক দুর্যোগ হলে বিপুল পরিমাণ জল নিষ্কাশন করতে হয়। সেই জলকে নির্দিষ্ট পদ্ধতিতে প্রক্রিয়াকরণ করা হয় (What Is Rain Tax)। এই গোটা প্রক্রিয়াকে বর্তমানে স্টর্মওয়াটার ম্যানেজমেন্ট বলা হয়। প্রসঙ্গত, কানাডাবাসীরা আগে থেকেই স্টর্মওয়াটার চার্জের (Stormwater Charge) খাতে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা সরকারকে দিতেন। কিন্তু এবার আলাদা করে ঘরবাড়ির চেহারা দেখে ঠিক করা হবে করের পরিমাণ।
বৃষ্টির জলে কীসের ক্ষতি ?
শহর প্রশাসনের দাবি, বৃষ্টির জলের কারণে শহরের জল জমে সঙ্গীন পরিস্থিতি তৈরি হয়। কখনও কখনও বন্যা পরিস্থিতি তৈরি হয়। এমনকি এই অশুদ্ধ জল কিছু ক্ষেত্রে মাটির তলার ভাল জলের লাইনের মধ্যে প্রবেশ করে। ফলে জল পানের অযোগ্য হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতেই কর নেওয়া হবে বলে জানানো হয়েছে।
জমিবাড়ির চেহারা দেখে কর
কাদের কতটা জমিবাড়ি রয়েছে। কতটা এলাকা কার দখলে রয়েছে সেই দেখে কর নির্ধারণ করা হবে। বাড়ির জমি ছাড়াও, ছাদ, পার্কিং লটও দেখা হবে বলে জানানো হয়েছে। যেহেতু শহরজুড়েই সরকারকে জলের পরিষেবা দিতে হয়, তাই স্টর্মওয়াটার চার্জের পাশাপাশি ওয়াটার সার্ভিস চার্জও (water service charge) নেওয়া হবে বলে জানিয়েছে টরোন্টো প্রশাসন। তবে এর পাশাপাশি ট্যাক্সের বিনিময়ে একটি ক্রেডিটও ফেরত পাবেন করদাতারা।
আরও পড়ুন - Mustafa Suleyman: বাবা ট্যাক্সি চালক, গুগলের পর মাইক্রোসফট যোগ দিয়ে নয়া পৃথিবী 'গড়বেন' মুস্তাফা সুলেইমান