মুম্বই: সোনু সুদের আর্জি খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। মুম্বইয়ের জুহু অঞ্চলে অভিনেতার বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছিল আগেই। অভিনেতাকে নোটিসও পাঠায় বম্বে হাইকোর্ট। বৃহন্মুম্বই পুরসভার বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলন অভিনেতা। কিন্তু অভিনেতার আবেদন খারিজ করে দেয় আদালত।


ঘটনা কী?
মুম্বইয়ের জুহুতে সোনু অবৈধ নির্মাণ করেছেন বলে নোটিশ পাঠায় বৃহন্মুম্বই পুরসভা। মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে বিএমসি। নোটিশে বৃহন্মুম্বই পুরসভা দাবি করেছে, জুহুতে অবস্থিত ছয় তলার শক্তি সাগর আবাসনকে কোনওরম অনুমতি না নিয়েই হোটেলে পালটে ফেলেছেন সোনু সুদ। এই অভিযোগ আগেই অস্বীকার করেছেন অভিনেতা। বিএমসির দাবি আবাসন হিসাবে অনুমোদিত জুহুর ওই বিল্ডিংকে আবাসিক হোটেলে রূপান্তরিত করে ফেলেছেন সোনু। অথট এই সংক্রান্ত অনুমতি নেননি অভিনেতা। গত বছর অক্টোবরে সোনুকে নোটিস পাঠায় বৃহন্মুম্বই পুরসভা। ওই নোটিস পেয়ে নগর দায়ারা আদালতের দ্বারস্থ হয়েছিলেন সোনু। কিন্তু কোনও সুরাহা হয়নি। এদিকে বিএমসির দাবি নোটিস পাঠানোর পরেও কাজ বন্ধ করেননি সোনু সুদ। মহারাষ্ট্র রিজিয়ন অ্যান্ড টাউন প্ল্যানিংয়ের আওতায় জুহু পুলিশকে অভিযোগ দায়ের করার নির্দেশ দিয়েছে বিএমসি।

বিচারপতি পৃথ্বীরাজ চৌহানের বেঞ্চে এদিন সোনুর আর্জি খারিজ হয়ে যায়। বিচারপতি বলেন, এখন বিএমসি-র কাছে বল আছে। সোনুর আইনজীবী অন্তত ১০ সপ্তাহ অন্তর্বর্তীকালীন সুরক্ষার মেয়াদের জন্য আবেদন করেন। বিচারপতি বলেন, অনেক দেরি করে ফেলেছেন। সুযোগের অপব্যবহার করেছেন। যারা পরিশ্রমি তাদের সাহায্য করে আইন। অভিযোগ এদিন সোনুর আইনজীবী আদালতে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তিনি বলেন, বিএমসি যে নোটিস পাঠিয়েছে সেখানে কোন ফ্লোরে বৈআইনি নির্মাণ হয়েছে তা উল্লেখ করা নেই। ১৯৯২ সালে ওই বিল্ডিং তৈরি হয়। তারা পুরো বিল্ডিং ভেঙে দিতে পারে না। আমাদের একটাই বক্তব্য নোটিসে নির্দিষ্টভাবে সবটা উল্লেখ করতে হবে।