মুম্বই : যোগগুরু রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থার উপর পরপর ধাক্কা। শীর্ষ আদালতের কড়া নির্দেশ ১৪টি পণ্যের বিজ্ঞাপন সব জায়গা থেকেই সরাতে হবে। গত এপ্রিলেই উত্তরাখণ্ড সরকারের লাইসেন্সিং বিভাগ এই সংস্থার ১৪ জিনিসের উৎপাদন বন্ধের নিষেধাজ্ঞা জারি করেছিল। এবার সেই সব প্রোডাক্টের বিজ্ঞাপনকেও বিভ্রান্তিকর ও মিথ্যা বলল সর্বোচ্চ আদালত। পতঞ্জলির ১৪ টি পণ্যের বিজ্ঞাপন তুলে নিতে হবে সব মাধ্যম থেকে । এছাড়াও আদালতে বড় ধাক্কা খেল রামদেবের পতঞ্জলি।
বম্বে হাইকোর্ট গত বছর পতঞ্জলির বিরুদ্ধে একটি ট্রেডমার্ক লঙ্ঘন সংক্রান্ত মামলায়, সংস্থাকে তাদের কর্পূর পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেন। কিন্তু সেই আদেশ মানা হয়নি। ৫০ লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। পতঞ্জলি এই বিষয়ে নিঃশর্তভাবে ক্ষমা চেয়ে নিলেও আদালত এই জরিমানা ধার্য করেছে। সংস্থাকে ভর্ৎসনা করে আদালত জানিয়েছে, পতঞ্জলির যেভাবে আদালতের নিষেধাজ্ঞা ক্রমাগত লঙ্ঘন করেই চলেছে, তা আদালত সহ্য করবে না। তাঁদের অভিযোগ ছিল,পতঞ্জলি তাদের কর্পূর পণ্যের কপিরাইট লঙ্ঘন করেছে।
২০২৩ সালের অগাস্টে, বম্বে হাইকোর্ট একটি অন্তর্বর্তী আদেশে পতঞ্জলিকে কর্পূর বিক্রি করতে বারণ করে। সেই সঙ্গে ওই পণ্যের বিজ্ঞাপন প্রকাশের উপরও নিষেধাজ্ঞা জারি করে। পতঞ্জলি আয়ুর্বেদের বিরুদ্ধে মামলাটি করেছিল মঙ্গলম অর্গানিকস নামে একটি কোম্পানি। মঙ্গলম পরে একটি আবেদন দাখিল করে দাবি করে , তারা আদালতের নির্দেশ মানেনি। পতঞ্জলি কর্পূর পণ্য বিক্রি চালিয়ে যাচ্ছে। এর প্রেক্ষিতেই এই নির্দেশ।
আদালতের নির্দেশ জারির পরে যোগগুরুর পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেড মঙ্গলবার ঘোষণা করে দেয়, যে ১৪ টি পণ্যের উপর উত্তরাখণ্ড সরকারের লাইসেন্সিং বিভাগ নিষেধাজ্ঞা জারি করেছিল, উৎপাদনের লাইসেন্স স্থগিত করার পরে তারা ওই পণ্যগুলির বিক্রিও বন্ধ করেছে। সেই সঙ্গে সারা দেশের সব দোকানকে ওই পণ্যগুলি ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই পণ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য পতঞ্জলির ‘শ্বাসরি গোল্ড’ ক্যাপসুল। এটি ফুসফুসের নানা সমস্যার সমাধান করে দেয় বলে দাবি করত পতঞ্জলি। এছাড়াও শ্বাসরি প্রবাহী, ব্রঙ্কোম নামে দুটো প্রোডাক্টের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন:
জগন্নাথদেব ফেরার আগেই খোলা হবে তাঁর রত্নভাণ্ডার, চাবি না পেলে কী হবে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।